Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের কানপুরে এক্সপ্রেস ট্রেনের ১৫টি কামরা লাইনচ্যুত ২ জন নিহত : আহত ৪৬ জন

| প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : গতকাল বুধবার ভারতের কানপুরের কাছে লাইনচ্যুত হয় শিয়ালদহ-অজমির এক্সপ্রেসের ১৫টি কামরা। ভোর সাড়ে ৫টা নাগাদ কানপুর থেকে ৭০ কিলোমিটার দূরে রুড়া স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে ৪৬ জন। উত্তর-মধ্যরেলের মুখ্য জনসংযোগ কর্মকর্তা বিজয় কুমার জানিয়েছেন, উদ্ধার কাজ শুরু হয়ে গেছে। দুর্ঘটনার ফলে হাওড়া এবং নয়াদিল্লির মধ্যে ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে  দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী এবং চিকিৎসকের একটি দল, পৌঁছেছে  আরো ১৪টি অ্যাম্বুলেন্স। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ঘনকুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ