Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

স্ত্রীর কাছে গোপন রেখে গুনলেন জরিমানা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০৫ এএম

লটারি জেতার কথা স্ত্রীর কাছে গোপন করেছেন এক চীনা যুবক। এক দুই টাকা না! লটারিতে জিতেছেন ১ কোটি ইউয়ান, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৬ কোটি টাকা। লটারি জেতা চীনা এই যুবকের নাম ঝৌ। শুধু লটারি জেতার কথা গোপন করেই ক্ষান্ত হননি ঝৌ। লটারির এই টাকা দিয়ে সাবেক স্ত্রীকে উপহার হিসেবে বাড়ি কিনে বাধিয়েছেন বড় বিপত্তি। অথচ লটারির এই টাকা স্ত্রীর সঙ্গে যৌথভাবে জিতেছিলেন তিনি। প্রায় দুই বছর ধরে গোপন থাকার পরে অবশেষে তার স্ত্রী জানতে পারেন এই তথ্য। কেমন করে তিনি স্বামীর এই মিথ্যা বুঝতে পারেন তা এখনও জানা যায়নি। তবে জেনেই বাঁধিয়ে বসেন হুলস্থূল কা-। আদালতে গিয়ে বিবাহ বিচ্ছেদ তো চেয়েছেন, সঙ্গে চেয়েছেন লটারিতে জেতা টাকার ভাগও। যেহেতু লটারির এই টাকায় তাদের দুই জনেরই সমান অধিকার, তাই স্ত্রীকে ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেয় আদালত। ক্ষতিপূরণ হিসেবে লটারিতে জেতা অর্থের ৬০ শতাংশ দিতে হবে তাকে। ১ ফেব্রুয়ারি চীনের ওয়াংঝু আদালত এই আদেশ দেয়। ২০২১ সালে ১ কোটি ইউয়ান লটারি জিতে সরকারকে ট্যাক্স দেওয়ার পর ঝৌ-এর কাছে অবশিষ্ট ছিল ৮০ লাখ ৪৩ হাজার ইউয়ান। তার ও তার পরিবারের জীবন পরিবর্তনের জন্য যা ছিল যথেষ্ট। অথচ তিনি স্ত্রীর কাছে আনন্দের এই বিষয়টি পুরোপুরি গোপন করেন, যেনও কিছুই হয়নি। লটারির এই অর্থের ৭ লাখ ইউয়ান দিয়ে ঝৌ সাবেক স্ত্রীকে একটি বাড়ি কিনে দেন, ২০ লাখ ইউয়ান পাঠিয়ে দেন বোনের ব্যাংক অ্যাকাউন্টে। বাকি অর্থ এই দুই বছর ধরে নিজের মতো করে খরচ করেন তিনি। ওডিটি সেন্ট্রাল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ