মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মেয়াদ পূর্ণ হওয়ার একবছর আগেই বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদ ছাড়লেন ডেভিড ম্যালপাস। বুধবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছেন এ অর্থনীতিবিদ। খবরে বলা হয়েছে, বৈশ্বিক উষ্ণতা বিষয়ে নিজস্ব অভিমত হোয়াইট হাউসের সামনে ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছেন ম্যালপাস। এ বিষয়ে তর্কবিতর্কের একমাসের মধ্যেই দায়িত্ব ছাড়ার ঘোষণা এলো। এছাড়া বাইডেন প্রশাসনের সাথে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছিলো তার। মার্কিন প্রশাসন জানিয়েছে, মঙ্গলবার অর্থমন্ত্রী জেনেট ইয়েলেনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ম্যালপাস। খুব শিগগিরই গুরুত্বপূর্ণ পদটির জন্য স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করা হবে। প্রসঙ্গত, দীর্ঘদিনের ঐতিহ্য অনুসারে বিশ্ব ব্যাংকের প্রধান বাছাই করে আসছে যুক্তরাষ্ট্রের সরকার। ২০১৯ সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ পদে বসিয়েছিলেন ডেভিড ম্যালপাসকে। ২০২৪ সালের জুন মাস পর্যন্ত ছিলো তার মেয়াদ। তবে একবছর আগেই পদত্যাগ করছেন তিনি। ফিন্যান্সিয়াল টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।