Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফাইনালে কুমিল্লাকে ১৭৬ রানের টার্গেট দিল সিলেট

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৩৮ পিএম

বিপিএলের নবম আসরের হাইভোল্টেজ ফাইনালে মুখোমুখি হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স। বৃহস্পতিবার মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালেও অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামে দুই দল। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রান তোলে সিলেটের দলটি।

প্রথম শিরোপা মিশনে টস হেরে ব্যাটিংয়ে নেমে নাজমুল হোসেন শান্তর ঝলকে প্রথম ভারেই ১৭ রান তুলে নেয় রংপুর। তবে ইনিংসের শুরুতেই শূন্য রানে তানভিরের বলে বোল্ড তৌহিদ ‍হৃদয়। ক্যাপ্টেন মাশরাফি ওয়ানডাউনে নেমে মাশরাফিও হতাশ করেন। দলীয় ২৬ রানে দুই উইকেট হারায় সিলেট।

এরপর শান্তর সাথে ব্যাটিংয়ে নেমে ৫৬ বলে ৭৯ রানের জুটি গড়ে অভিজ্ঞ মুশফিকুর রহিম। এর মাঝেই শান্ত ৩৪ বলে ফিফটি পূর্ণ করেন। মুলত ফাইনালে সিলেটের ভিত গড়েন তারা দুজনই। শান্ত ৪৫ বলে ৯ বাউন্ডারি ও ১ ছক্কায় ৬৪ রানে বিদায় নেয়।

১৫ ম্যাচে ৩৯.৬৯ গড়ে ১১৬.৭৪ স্টাইক রেটে ১১৬ রান পূর্ণ করেন অসাধারণ ইনিংস উহার দিয়ে। যা বিপিএলের সর্বোচ্চ রান। শান্তর বিদায়ের পর দ্রতই উইকেট হারায় সিলেটের দলটি। একে একে ফিরে যান রায়ান বার্ল ১৩,পেরেরা শূন্য ও জর্জ লিন্ডে ৯ রানে।

তবে উকেটের এক পাশ আগলে রেখে চার-ছক্কায় দলকে এগিয়ে নেন মুশফিকুর রহিম। শেষ পর্যন্ত ৪৮ বলে ৫ বাউন্ডারি ও তিন ছক্কায় ৭৪ রান করে অপরাজিত থাকেন এই উইকেট কিপার ব্যাটার। 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ