Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বইমেলায় এলো ফারহানা মোস্তফা লিজার ‘নারী ও কোরআন’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৪৯ পিএম

অমর একুশে বইমেলায় প্রকাশিত হলো তরুন লেখিকা ফারহানা মোস্তফা লিজার গবেষনাধর্মী বই ‘নারী ও কোরআন ।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি)বই মেলা সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গনে শব্দশিল্পের স্টলেই অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শব্দশিল্প সত্ত্বাধিকারি মো শরিফুর রহমান সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আবদুস সালাম মামুন।

অনুষ্ঠানে বিচারপতি আবদুস সালাম মামুন বলেন প্রযুক্তির এই যুগে ফারহানা মোস্তফা লিজার মত তরুন লেখকরা যখন গবেষনাধর্মী বই লেখার চেষ্টা করে, এটা আমাদের জন্য উৎসাহ ব্যাঞ্জক। আমাদের উচিত তরুন লেখকদের সঠিক পথনির্দেশনা দেয়া যাতে তারা সামনে এগিয়ে যেতে পারেন

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি (বানাসাস) সভাপতি নাসিমা আক্তার সোমা,
,লেখিকার স্বামী সাবেক সামরিক কর্মকর্তা (অবসরপ্রাপ্ত) মেজর শরিফুজ্জামান, সার্ভিস সলিউশনস ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ উদ্দিনসহ সাংবাদিক ও পরিবারের সদস্যগন।

নিজের বই প্রসংগে লেখিকা ফারহানা মোস্তফা লিজা বলেন, নারী ও কোরআন আমার দ্বিতীয় বই। গবেষণাধর্মী এই বইয়ে আমি চেষ্টা করেছি একজন নারীর জন্য আল কোরআনে বর্নিত বিষয়গুলোকে এক যায়গায় নিয়ে আসতে।

অমর একুশে বইমেলা ২০২৩ সোহরাওয়ার্দী উদ্যানে প্রাঙ্গনে শব্দশিল্পের স্টল -১৮৮, ১৮৯, ১৯০ তে পাওয়া যাবে বইটি।



 

Show all comments
  • hassan ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৪২ পিএম says : 0
    বাংলাদেশের মানুষকে দেখে মনে হয় না এদেশ মুসলিম অধ্যুষিত দেশ>>>> দাড়ি চাচা পুরুষ >>বেপর্দা নারী
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ