Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

২২৭ ঘণ্টা পর উদ্ধার ৭৪ বছরের বৃদ্ধা

তুরস্কে ভূমিকম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০৫ এএম

 

তুরস্কের কাহারমান মারাশ শহরে ভূমিকম্পের ২২৭ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ৭৪ বছর বয়সী এক মহিলাকে জীবিত উদ্ধার করা হয়েছে। তুর্কি মিডিয়ার মতে, ২২২ ঘণ্টা পরে ৪২ বছর বয়সী এক মহিলাকে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়। তুরস্কে ভূমিকম্পে ৫০ হাজার ৫৭৬টি ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের ২০১ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ২৬ বছর বয়সী এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তুর্কি কর্তৃপক্ষের মতে, নগর পরিকল্পনা মন্ত্রণালয় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১০টি প্রদেশে ৩ লাখ ৮৭ হাজার ভবন পরিদর্শন করেছে। কর্মকর্তারা বলছেন, তুরস্কের সব ক্ষতিগ্রস্ত ভবন অবিলম্বে ভেঙে ফেলা দরকার।
গাজী আন্তাপ শহরের ১২ হাজার ভবন, হাতায় ১০ হাজার ৯১১টি ভবন এবং কাহারমান মারাশে ক্ষতিগ্রস্ত ১০ হাজার ৭৭৭টি ভবন ভেঙে ফেলতে হবে। তুর্কি কর্তৃপক্ষের মতে, ভূমিকম্পে দেশটিতে ৩৫ হাজার ৪১৮ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে সিরিয়া সরকার ও জাতিসংঘ জানিয়েছে, ভূমিকম্পে সিরিয়ায় পাঁচ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ মারা গেছে। দুই দেশ মিলিয়ে বর্তমানে মৃতের সংখ্যা ৪১ হাজার ২১৮ জন। সূত্র : জে এন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ