Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

৫ সন্তান প্রসব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ভালোবাসা দিবসে পোল্যান্ডের এক নারী ৫ সন্তানের জন্ম দিয়েছেন। ডমিনিকা ক্লার্ক ইতোমধ্যে ১০ মাস থেকে ১২ বছর বয়সী ৭ সন্তানের মা। ক্রাকো শহরের একটি হাসপাতালে তিনি ৫ সন্তানের জন্ম দিয়েছেন। হাসপাতালে তার ব্রিটিশ স্বামীসহ গণমাধ্যমের প্রতিনিধিদের সাথে আলাপকালে তিনি বলেন, আমরা অষ্টম সন্তানের জন্ম দেয়ার পরিকল্পনা করছিলাম, কিন্তু একাধিক সন্তানের জন্ম হয়েছে।

নবজাতকদের শ্বাস নিতে সমস্যা হচ্ছে, যে কারণে তাদের অক্সিজেন দেওয়া হচ্ছে। এ ৫ শিশুর মধ্যে ৩টি মেয়ে এবং ২টি ছেলে, যাদের নাম আরিয়ানা, এলিজাবেথ, ইভাঞ্জেলিন, চার্লস এবং হেনরি। ক্লার্ক এটিকে এক অলৌকিক ঘটনা বলে অভিহিত করেছেন, কারণ হাসপাতাল বলেছে যে, ৫ কোটির মধ্যে একজন মহিলা একবারে ৫টি বাচ্চার জন্ম দিতে পারে। সূত্র : জং নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ