Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেট্রোরেলে বিপিএলের ট্রফি

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

দীর্ঘ এক মাসের বেশি সময় দেশের তিনটি ভেন্যু ঢাকা, চট্টগ্রাম ও সিলেট মাতিয়ে আজ মিরপুরে শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হচ্ছে এবারের বিপিএল। রোমাঞ্চকর ফাইনালে যেখানে প্রতিপক্ষ চমক জাড়ানিয়া সিলেট স্ট্রাইকার্স ও বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ক্রিকেট ভক্তরা যে, বিপিএলের ইতিহাসে সর্বকালের সেরা ফাইনাল দেখতেই যাচ্ছে, তাতে কোন সন্দেহ নেই। তবে তার আগে আরেকটি অভিনব দৃশ্যের সাক্ষী হলো বিপিএল তখা দেশের ক্রিকেট। ফাইনালের আগে দু’দলের অধিনায়কদের নিয়ে ট্রফির অনুষ্ঠানিক ফটোসেশন যেখানে এতদিন হয়ে এসেছে হোম অব ক্রিকেটে, এবার সেটি বেরিয়ে গেছে চৌহদ্দি পেরিয়ে। সেটিও স্বপ্নের মেট্রোরেলে!
ঢাকার যানজটের নগরীতে মেট্রোরেল এক স্বস্তির নাম। আধুনিক এ বৈদ্যুতিক রেলে চড়লেন ক্রিকেটাররা। আইকনিক স্থান উত্তরা দিয়াবাড়িতে হয়ে গেল বিপিএল ফাইনালের ফটোসেশনও। ফাইনালের আগে ট্রফি হাতে নিয়ে সাধারণত দুই দলের অধিনায়ক ফটোসেশন করেন। সিলেট অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ব্যক্তিগত ব্যস্ততার কারণে থাকতে পারেননি। তাই মেট্রোরেলের উত্তরা স্টেশনে দলটির প্রতিনিধি হয়ে হাজির হন সিলেটের স্ট্রাইকার্সের মুশফিকুর রহিম। তবে ঠিকই ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস।
বিষয়টি বেশ সাড়া ফেলেছে মানুষের মধ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুতই ছড়িয়ে পড়েছে মুশফিক-ইমরুলের মেট্রোরেল ভ্রমণের ছবি। ঢাকা শহরের গর্ব মেট্রোরেলকে বিশ্বের কাছে তুলে ধরার জন্য এরচেয়ে ভালো উপলক্ষ আর কী হতে পারে! নানা সীমাবদ্ধতা নিয়ে এবার বিপিএল মাঠে গড়ালেও প্লে-অফের হাড্ডাহাড্ডি লড়াই জমিয়ে তুলেছে আসরটি। এখণ অপেক্ষা মাঠের লড়াইয়ের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ