Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তবুও হাল ছাড়ছে না বাংলাদেশ

লড়াই করলেন কেবল সেই জ্যোতি-মারুফা

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

বাংলাদেশের বিশ্বকাপ যাত্রাটা শুরু হয়েছিল শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটের হার দিয়ে। তাইতো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে জয়ের স্বপ্ন দেখাটা কিছুটা কঠিন ছিল বৈকি! তবে বাঘিনীরা চেষ্টার কমতি রাখলেন না। অজিদের বিপক্ষে ব্যাট হাতে ফিফটি করলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বল হাতে আরও একবার রুদ্রমূর্তি ধারণ করলেন মারুফা আক্তার। তবু ফল পক্ষে এল না বাংলাদেশের। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে পরশু পোর্ট এলিজাবেথে বাংলাদেশের দেওয়া ১০৮ রানের চ্যালেঞ্জ ৮ উইকেট ও ১০ বল হাতে রেখেই টপকে যায় অস্ট্রেলিয়ার।
টানা দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। তবে শুরুটা মোটেও যুতসই হয়নি। দুই ওপেনার সাজঘরে ফিরে যান ১১ রানের মধ্যেই। চারে নামা জ্যোতিকেই শেষ পর্যন্ত হাল ধরতে হয়েছে। দলের মোট সংগ্রহের অর্ধেকেরও বেশি ৫৭ রান এসেছে তার ব্যাট থেকেই। জ্যোতি ছাড়া ১২ রান করা স্বর্ণা আক্তারই কেবল পুরো ব্যাটিং অর্ডারে দুই অঙ্কের দেখা পেয়েছেন। ওয়েরহ্যাম-ব্রাউনদের দাপুটে বোলিংয়ের অসহায় আত্মসমর্পণ করা বাংলাদেশ শেষ পর্যন্ত ২০ ওভারে তুলতে পারে ৭ উইকেটে ১০৭ রান। সে রান টপকে যেতে বেশি শক্তি খরচ হয়নি অস্ট্রেলিয়ার। যদিও শুরুতেই শ্রীলঙ্কা ম্যাচে চমক দেখানো মারুফার আগুনে বোলিংয়ে কিছুটা ভয় ধরেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মনে।
ম্যাচে নিজের দ্বিতীয় ওভারে ওপেনার বেথ মুনিকে ফাহিমার ক্যাচ বানিয়ে ফেরান তিনি। নিয়ন্ত্রিত বোলিংয়ে আর উইকেট না পেলেও রানের গতি আটকে রাখার কাজটা ঠিকঠাক সেরেছেন মারুফা, ম্যাচ শেষে তার বোলিং পরিসংখ্যান ৪-০-১৯-১। ম্যাচ শেষ অধিনায়কের কণ্ঠে আরেকবার উচ্চারিত হলো মারুফার কৃর্তী, ‘সে দিনে দিনে আর সমৃদ্ধ হবে। বিশ্বমানের ব্যাটারদের বিপক্ষে সে যেভাবে বোলিং করেছে তা অসাধারণ। নিজের বোলিং নিয়ে সে এখন প্রচ- আত্মবিশ্বাসী।’ তবে মারুফার দারুণ বোলিংয়ের পরও ওপেনার অ্যালিসা হিলির ৩৭ এবং অধিনায়ম মেগ ল্যানিংয়ের অপরাজিত ৪৯ বলে ৪৮ রানের ইনিংসে সহজেই ১০ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
তবে হতাশার মাঝেও আলো খুঁজে পাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি, ‘আমরা বোলিংয়ে ভালো করেছি, নিউজিল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে এই আত্মবিশ্বাস আমাদের কাজে লাগবে। এই ম্যাচে কিছু ইতিবাচক বিষয় পেয়েছি আমরা, এখন এটাকে পরের ম্যাচে টেনে নিতে হবে।’ টানা দুই ম্যাচ হেরে এখন নিজেদের গ্রুপের চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। নিজেদের দুই ম্যাচ হেরে নেট রানেরেটে পিছিয়ে গ্রুপের তলানিতে কিউইরা। ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের পরের ম্যাচ তাদেরই বিপক্ষে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ