নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ওয়ালটন ফেডারেশন কাপ হ্যান্ডবল টুর্নামেন্টের নারী বিভাগে সেরার খেতাব জিতেছে বাংলাদেশ আনসার। গতকাল সকালে শহীদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এই বিভাগের ফাইনালে ৪৫-২৮ গোলে তেঁতুলিয়া উপজেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আনসার। সেরা খেলোয়াড় নির্বাচিত হন আনসারের খাদিজা। ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক মো. সেলিম মিয়া বাবু সহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ।
আজ সকালে একই ভেন্যুতে পুরুষ বিভাগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এই বিভাগের ফাইনাল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) খেলবে বাংলাদেশ আনসারের বিপক্ষে। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।