Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেড় মাস ক্যাম্পে অনুপস্থিত আঁখি!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:২৫ পিএম

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অন্যতম অভিজ্ঞ ডিফেন্ডার আঁখি খাতুন দীর্ঘ দেড় মাস ধরে ক্যাম্পে অনুপস্থিত রয়েছেন। গত ৩১ ডিসেম্বর ঘরোয়া নারী প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পর মতিঝিলের বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনস্থ জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছিলেন আঁখি। এরপর মায়ের অসুস্থতার কথা বলে ৩ দিনের ছুটি নিয়ে সিরাজগঞ্জে নিজ বাড়িতে যান তিনি। সেই থেকে প্রায় দেড় মাস ক্যাম্পে নাই জাতীয় নারী দলের এই তারকা ফুটবলার।

কবে নাগাদ জাতীয় দলের ক্যাম্পে ফিরবেন, তা নিজেও জানেন না আঁখি খাতুন। বুধবার বিকেলে তার সঙ্গে যোগাযোগ করা হলে সিরাজগঞ্জ থেকে আঁখি বলেন, ‘মা অসুস্থ, ছুটি নিয়ে এসেছি। মা সুস্থ হলেই ক্যাম্পে যোগ দেবো।’

তিন দিনের ছুটি নিয়ে কেন ক্যাম্পে ফিরছেন না? এ কারণে আঁখিকে চিঠি দিয়ে সতর্ক করেছে বাফুফে। তথ্যটি জানান বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন তার কোনো ছুটি নেই। তার ছুটি অনেক আগেই শেষ হয়ে গেছে। তিন দিনের কথা বলে সে মাসের পর মাস কাটিয়ে দিচ্ছে। এটা হতে পারে না। আমরা তাকে সতর্ক করে চিঠি দিয়েছি।’ কিরণ যোগ করেন.‘কেন সে ক্যাম্পে যোগ দিচ্ছে না তা জানতে চেয়েছি। কিন্তু এখনও চিঠির কোনো জবাব দেয়নি আঁখি। নিজের মন মতো ক্যাম্পে ফিরলে তো আমরা নিতে পারবো না। আমার মনে হয় না তার ক্যাম্পে ফেরার সুযোগ আছে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ