Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রেমিকার দেহাংশ ফ্রিজে রেখে অন্যত্র বিয়ে

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ভারতের দিল্লিতে সঙ্গিনীকে খুন করে দেহ টুকরো টুকরো করে ফ্রিজের মধ্যে রেখে দেয় প্রেমিক। ভ্যালেন্টাইন্স ডে-তে ঘটনাটি প্রকাশ্যে আসে। খুন করে দেহ ফ্রিজে রাখার পর একেবারে নির্দোষ সেজে অন্য নারীকে বিয়েও করে ওই যুবক। তবে শেষ রক্ষা হয়নি। মঙ্গলবার ওই রোমিওকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। পুলিশ জানায়, অভিযুক্ত প্রেমিকের নাম সাহিল। এদিকে, নিকির সঙ্গে লিভ-ইনে থাকলেও শাহিল কখনো তার বাড়িতে এই সম্পর্কের কথা জানাননি। ফলে সাহিলের অন্যত্র বিয়ে ঠিক করে পরিবার। গত ১০ ফেব্রুয়ারি তার বিয়ের দিন ছিল। সাহিলের বিয়ের আগে গত ৯ ফেব্রুয়ারি ঘটনাটি জানতে পারেন নিকি। প্রেমিকের এই আচরণ, প্রেমিকের অন্য কোথাও বিয়ে করতে যাওয়ার বিষয়টি মেনে নিতে পারেননি তিনি। ফলে ৯ ফেব্রুয়ারি রাতে সাহিলের সঙ্গে তার বাকবিত-া শুরু হয়। সেই রাতে কাশ্মীরি গেটের কাছে একটি বাড়িতে ছিলেন তারা। সেখানেই সাহিল তার মোবাইলের ডেটা ক্যাবল দিয়ে নিকির গলা পেঁচিয়ে, শ্বাসরোধ করে তাকে খুন করে বলে অভিযোগ। গত ৯ ফেব্রুয়ারি রাতে ঘটনাটি ঘটলেও প্রকাশ্যে এসেছে মঙ্গলবার। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মিত্রাও গ্রামের বাসিন্দা সাহিল ও হরিয়ানার ঝর্জ্ঝরের বাসিন্দা নিকির মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। ২০১৮ সালে উত্তমনগর এলাকায় একটি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় থেকেই তারা একসঙ্গে থাকতেন। গ্রেটার নয়ডায় একই কলেজে পড়াশোনা করতেন তারা। কলেজের পাশেই একটি বাড়ি ভাড়া নিয়ে একসঙ্গে থাকতেন। এরপর করোনা মহামারির সময়ে লকডাউনে তারা নিজেদের বাড়ি ফিরে গেলেও লকডাউন শেষে ফের একসঙ্গে থাকতে শুরু করেন। দ্বারকা এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন তারা। এনডিটিভি, এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ