Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আদিম মানুষের পাথুরে সরঞ্জাম কেনিয়ায়

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

আদিম যুগের মানুষ ব্যবহার করত এমন কিছু পাথরের সরঞ্জাম মিলেছে কেনিয়ায়। একদল প্রতœতাত্ত্বিক সম্প্রতি দেশটির পশ্চিম অঞ্চলের হোমা উপদ্বীপের নায়ানগায় খনন চালিয়ে ৩৩০টি পাথরের যন্ত্র আবিষ্কার করে, এগুলোর বয়স প্রায় ২৯ লাখ বছর। খবর বিবিসি। গবেষকরা বলছেন, নতুন আবিষ্কৃত যন্ত্রগুলো প্রমাণ করে প্রাচীন মানবরাও পাথর দিতে যন্ত্র বানাতে পারত। জলহস্তী শিকার, খাবার রান্না বা অন্যান্য কাজে এ সব সরঞ্জাম ব্যবহার হতো। স্মিথসোনিয়ান ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রির অধ্যাপক রিক পটস বলেন, খুব শক্তিশালী এ যন্ত্র দিয়ে আপনি যেকোনো কিছু খুব ভালোভাবে ভেঙে ফেলতে পারবেন। এগুলো হাতির হাড়ের চেয়ে শক্তিশালী। কিছু যন্ত্র সিংহ বা নেকড়ের দাঁতের চেয়েও ধারালো। নিউইয়র্ক সিটির কুইন্স কলেজের নৃবিজ্ঞানী ও বিজ্ঞান জার্নালে প্রকাশিত গবেষণার প্রধান লেখক থমাস প্লামার বলেন, নায়ানগায় আবিষ্কৃত যন্ত্রগুলো প্যারানথ্রোপাস প্রজাতির সঙ্গে জড়িত থাকতে পারে। প্যারানথ্রোপাস হচ্ছে স্থূলকায় অস্ট্রালোপিথেসিনের সবচেয়ে বড় ও প্রাক-হোমিনিন প্রজাতি। তারা প্লাইস্টোসিন যুগের আগে পূর্ব আফ্রিকায় বাস করত। সম্ভবত শুধু হোমো প্রজাতি নয়, অন্যান্য হোমিনিনও এসব প্রযুক্তির সাহায্যে খাদ্য প্রক্রিয়া করত। প্লাইস্টোসিন যুগ খ্রিষ্টপূর্ব ২৫ থেকে ১১ লাখ বছর পর্যন্ত বিস্তৃত ছিল। গবেষকরা বলেন, সাম্প্রতিক এ আবিষ্কার থেকে বোঝা যায়, হোমো প্রজাতির আবির্ভাবের আগে আদিম প্রজাতিগুলো উন্নত পাথরের যন্ত্র বানাতে শিখে যায়। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ