মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
হয়তো আর ফেরা হবে না ঘরে। দেখা হবে না প্রিয়জনের মুখ। কিন্তু তার মানে কি ইউক্রেনিয়রা নির্বংশ হয়ে যাবে। রেখে যাবে না শেকড়? এমন অনিশ্চয়তা নিয়েই ইউক্রেনীয় যোদ্ধারা স্পার্ম বা শুক্রাণু জমাচ্ছেন। খবর এপি। এক প্রতিবেদনে বলা হচ্ছে, ক্রাইয়োপ্রিজারভেশন প্রক্রিয়ার দিকে ঝুঁকছেন ইউক্রেনের সরোনা। ক্রায়োপ্রিজারভেশন এমন প্রক্রিয়ার নাম, যার মধ্যে দিয়ে টিস্যু, কোষ কিংবা কোন অঙ্গ সংরক্ষণ করা হয়। কিয়েভের আইভিএমইডি নামের প্রতিষ্ঠানে ক্রাইয়োপ্রিজারভেশনের দ্বারস্থ হচ্ছেন যোদ্ধারা। সেখানে প্রায় ১০০ সৈন্য জমিয়ে রেখেছেন শুক্রাণু। হাসপাতালটির প্রধান হালিনা স্ট্রেকো। সংবাদমাধ্যমের কাছে তিনি যোদ্ধাদের মানসিক পরিস্থিতি তুলে ধরেন। তিনি জানান, ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর থেকে ক্রমশ খারাপ হতে থাকে পরিস্থিতি। অনিশ্চিত হতে থাকে মানুষের জীবন। বিশেষ করে সৈন্যরা যারা জীবনের তোয়াক্কা না করেই যোগ দিতে থাকেন যুদ্ধে। কিন্তু মৃত্যুর চেয়ে ভয়ানক হলো ভবিষ্যতের জন্য কাউকে রেখে যেতে না পারা। সে উদ্বেগ মোকাবেলা করাটাই বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে অনেকের জন্য। হালিনা জানান, ৮০০ থেকে ৩ হাজার ৫০০ ডলারের মধ্যে গর্ভধারণের সেবা দিয়ে থাকে তার ক্লিনিক। ১৯৯৮ সাল থেকে এ পেশায় জড়িত হলেও যুদ্ধের সময়ে এসে বিষয়টি আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠেছে। এই প্রাইভেট ক্লিনিক শুক্রাণু সংরক্ষণে সৈন্যদের জন্য বিশেষ ব্যবস্থা রেখেছে। ক্রাইয়োপ্রিজারভেশনে তাদের ৫৫ ডলার খরচ করলেই চলবে। যা অন্যদের জন্য আরো বেশি। এপি যোগাযোগ করলে এ বিষয়ে কথা বলতে রাজি হন ইউক্রেনীয় যোদ্ধা ক্রোনিয়াক ও তার স্ত্রী আন্না সকুরেনকো। অনিশ্চয়তার মধ্যে তারা অন্তত সন্তানের মধ্যে দিয়েই ভবিষ্যতকে এগিয়ে নিতে চান। অনেকেই এর মধ্যে তাদের প্রিয়জনকে হারিয়েছে। হারানোর গল্পগুলো বেদনার, তবে যুদ্ধ চালিয়ে যেতে হবে। এ প্রক্রিয়ার ভেতর দিয়ে সন্তান জন্ম নিচ্ছে। একই প্রতিক্রিয়া জানিয়েছেন ক্লিনিকে আসা বাকিরা। ডা. হালিনা বলেন, আমাদের হাতে অস্ত্র নেই। যুদ্ধ করতে পারি না। কিন্তু যেটা করতে পারি, সেটাও কম গুরুত্বপূর্ণ না। এপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।