Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লাখ ডলারের পুরস্কার জয় ২ সাংবাদিকের

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ক্যালিফোর্নিয়া ভিত্তিক দুই জন ফ্রিল্যান্সার সাংবাদিক যুক্তরাষ্ট্রের ‘মোজাইক জার্নালিজম’ পুরস্কারে ভূষিত হয়েছেন এবং তাদের কাজের জন্য প্রত্যেককে এক লক্ষ ডলার প্রদান করা হবে। স্থানীয় সময় বুধবার এই ঘোষণা দেওয়া হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের নিয়ে যারা দীর্ঘদিন ধরে কাজ করে আসছে, সেইসব সংবাদিকদের মধ্যে থেকে বাছাই করে তারপর এই পুরস্কারটি দেওয়া হয়। হেইজিং-সিমন্স নামের ফাউন্ডেশন বার্ষিক এই সর্বচ্চো ডলারের পুরস্কার দিয়ে থাকে। পুরস্কার জেতা দুইজনের একজন লস এঞ্জেলেসের সাংবাদিক সেরিস ক্যাসেল। তার অনুসন্ধানী পডকাস্ট ‘এ ট্র্যাডিশন অফ ভায়োলেন্স’ এর জন্য পুরস্কার জিতেছেন। যেটি লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের মধ্যে থাকা বিভিন্ন ‘গ্যাং’ নিয়ে কথা বলে। অন্য পুরস্কারটি জিতেছেন ওকল্যান্ডের লেখক ও পডকাস্টার কারভেল ওয়ালেসক। যুক্তরাষ্ট্রের অনলাইন প্রকাশনা প্ল্যাটফর্ম মিডিয়াম-এ প্রকাশিত পডকাস্ট ‘হোয়াট ইফ মাই মাদার হ্যাড অ্যান অ্যাবরশন’ এর একটি অংশের জন্য পুরুষ্কার জিতেছেন। ইন্ডিপেন্ডেন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ