Inqilab Logo

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

২০২২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ইরানের রপ্তানি নয় গুণ বেড়েছে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৩৮ পিএম

২০২২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ইরানের রপ্তানি মূল্যের দিক দিয়ে নয় গুণ বেড়েছে। বার্তা সংস্থা ইরনা আমেরিকান স্ট্যাটিস্টিক্যাল অ্যাসোসিয়েশন (এএসএ) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে এই খবর জানিয়েছে।

এএসএ-এর তথ্য অনুযায়ী, ইসলামি প্রজাতন্ত্র গত বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে ১১ দশমিক ২ মিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে। যা ২০২১ সালের তুলনায় নয় গুণ বেড়েছে।

ইরান ২০২১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে মাত্র ১ দশমিক ২ মিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করে।

ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যের মূল্য ২০২২ সালে ৫৬ দশমিক ৭ মিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। যা এএসএ ডেটার উপর ভিত্তি করে আগের বছরের তুলনায় ৪০ শতাংশ বেশি।

উল্লিখিত তথ্য অনুযায়ী, ২০২১ সালে দুই দেশের মধ্যে বাণিজ্য ৪০ দশমিক ৫ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

সূত্র: তেহরান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ