Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মুজাহিদ কমিটি কুমিল্লা জেলা দক্ষিণ ছদর আলহাজ্ব ফিরোজ মাহমুদের ইন্তেকাল পীর সাহেব চরমোনাইসহ নেতৃবৃন্দের শোক ও দোয়া

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৩২ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় নেতা আলহাজ্ব সেলিম মাহমুদ-এর
একমাত্র ছোটভাই, বাংলাদেশ মুজাহিদ কমিটি কুমিল্লা জেলা দক্ষিণ-এর ছদর,
লাকসাম আমেনা মেডিকেল-এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব ফিরোজ মাহমুদ আজ
বুধবার (১৫ ফেব্রুয়ারী) বেলা ১টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া
ইন্না ইলাইহি রজিউন)। তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন।
পীর সাহেব চরমোনাই ও নেতৃবৃন্দের শোক ও দোয়া
বাংলাদেশ মুজাহিদ কমিটি কুমিল্লা জেলা দক্ষিণ-এর ছদর আলহাজ্ব ফিরোজ
মাহমুদ-এর ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ
মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই ও নায়েবে আমীর মুফতী সৈয়দ
মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই গভীর শোক প্রকাশ করে মরহুমের
মাগফিরাত কামনা করেছেন।
পৃথক পৃথক বিবৃতিতে শোক ও দোয়া করেছেন দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ
মাওলানা ইউনুছ আহমাদ, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা
আহমদ আবদুল কাইয়ূম।
পীর সাহেব চরমোনাই বলেন, ফিরোজ মাহমুদ চরমোনাইর তরিক্বার একনিষ্ঠ একজন
খাদেম। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা মুজাহিদ কমিটির সদরের পাশাপাশি ইসলামী
আন্দোলনের বেগবানের লক্ষ্যেও আন্তরিকভাবে কাজ করেছেন। তিনি অত্যন্ত
বিনয়ী, নম্র-ভদ্র, কর্মীবান্ধব ছিলেন। তিনি আল্লাহভোলা মানুষকে আল্লাহর
পরিচয় করিয়ে বহু মানুষকে দীনের পথে নিয়ে আসছেন। ফিরোজ মাহমুদ চরমোনাই
তরিকার বহুমুখি খেদমত আঞ্জাম দিয়েছেন। মহান রব্বুল আলামিন তাঁর সকল
খেদমতকে কবুল করে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। সেইসাথে পরিবার
পরিজন, স্ত্রী, পুত্র, কন্যাসহ সকলকে সবর করার তৌফিক দিন, আমীন।
এদিকে পৃথক পৃথক বিবৃতি দিয়েছেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের
কেন্দ্রীয় সভাপতি আল্লামা নূরুল হুদা ফয়েজী ও সেক্রেটারী জেনারেল মাওলানা
গাজী আতাউর রহমান, জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক
মাহবুবুর রহমান, সেক্রেটারী জেনারেল অধ্যাপক নাসির উদ্দিন খানইসলামী
আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম ও
সেক্রেটারী ডা. শহিদুল ইসলাম, মুরাদনগর উপজেলা সভাপতি মাস্টার মফিজুল
ইসলাম ও সেক্রেটারী মোহাম্মদ হোসেন মোল্লা। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের
মাগফিলাত কামনা করেন এবং পরিবারবর্গকে সবর করার আহ্বান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ