Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দল জিতলেও পিএসএলে প্রথম ম্যাচেই ব্যর্থ সাকিব

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৫৪ এএম

পাকিস্তান সুপার লিগ পিএসএলে সাকিব আল হাসান নেমেছিলেন প্রথম ম্যাচে। কিন্তু ব্যাটে-বলে আলো ছড়াতে না পারলেও জয় পেয়েছে তার দল পেশোয়ার জালমি । বাবর আজম ও কোহলার-ক্যাডমোরের নৈপুণ্যে জয় পেয়েছে পেশোয়ার।

পেশোয়ারের হয়ে ব্যাট হাতে জ্বলে উঠেছেন অধিনায়ক বাবর আজম। অর্ধশতকের পথে খেলা একটি দৃষ্টিনন্দন ড্রাইভ।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) পিএসএলের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই শেষে করাচি কিংসকে মাত্র ২ রানে হারিয়েছে পেশোয়ার জালমি।

আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৯ রান করে পেশোয়ার। জবাবে ২০ ওভার শেষে পেশোয়ারের সমান উইকেট হারিয়ে ১৯৭ রান করতে সমর্থ হয় করাচি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ