Inqilab Logo

বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

চ্যাম্পিয়নস লীগের বড় মঞ্চেই মিলানের প্রথম টটেনহ্যাম বধ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৩৭ এএম
গতকাল মাঠে নামার আগে এই পরিসংখ্যান নিশ্চয়ই কিছুটা অস্বস্তিতে রেখেছিল এসি মিলান দলের খেলোয়াড়দের। প্রতিপক্ষ টটেনহ্যামকে যে কখনো হারাতে পারেনি এই ইতালিয়ান জায়ান্ট ক্লাবটি।তবে সেই আক্ষেপ গোছানোর জন্য চ্যাম্পিয়ন্স লিগের বড় মঞ্চকেই বেছে নিল 'রসোনেরি'রা।
 
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ১-০ গোলে জিতেছে মিলান।প্রতিযোগিতামূলক ফুটবলে প্রথমবারের মতো হারাল টটেনহ্যাম হটস্পারকে। ঘরের মাঠ সান সিরোয় মঙ্গলবার রাতে একমাত্র গোলটি করেছেন ব্রাহিম দিয়াস।
 
ঘরের মাঠে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে মিলান।সপ্তম মিনিটে এগিয়েও যায় স্বাগতিকরা থিও এঁরনদেজের বুলেট গতির শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন হটস্পার গোলরক্ষক ফ্রেজার ফস্টার। ফিরতি বলে দিয়াসের শটও কোনোমতে ব্যর্থ করে দেন তিনি। কিন্তু ফিরতি বলে ডাইভিং হেডে দলের জয়সূচক গোলটি করেন দিয়াস।
 
আগামী ৮ মার্চ টটেনহ্যামের মাঠে ফিরতি লেগে মুখোমুখি হবে এই দুই দল।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ