Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লিভারপুলের কাছে ক্ষমা চাইল উয়েফা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

গত বছরের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে চরম বিশৃঙ্খলার ঘটনায় লিভারপুলের কাছে ক্ষমা প্রার্থনা করল উয়েফা। ঝামেলা বাধানোর জন্য আগে লিভারপুলের সমর্থকদের কাঠগড়ায় তুলেছিল উয়েফা ও ফরাসির কর্তৃপক্ষ। কিন্তু স্বাধীন রিভিউয়ে দায় দেওয়া হয়েছে উয়েফাকেই। গতপরশু রাতে পর্তুগালের সংসদ সদস্য তিয়াগো ব্রান্দাও রদ্রিগেসের নেতৃত্বে একটি স্বাধীন প্যানেল দীর্ঘ তদন্তের পর ২২০ পাতার রিভিউ প্রকাশ করে, যেখানে অনেক জায়গায় উয়েফার ঘাটতির কথা উল্লেখ করা হয়।
গত ২৮ মার্চ প্যারিসের স্তাদ দে ফ্রান্সে ওই ফাইনালে লিভারপুল সমর্থকদের অনেকে সময়মতো মাঠে প্রবেশ করতে পারেননি। অনেকটা দাঙ্গার মতো পরিস্থিতি হয়ে যায় সেখানে। প্যারিসের পুলিশকে দেখা যায় কাঁদানে গ্যাস ছুড়তে, আক্রান্তদের মধ্যে ছিলেন নারী ও শিশুরাও। ফাইনাল ম্যাচটি শুরু হতে দেরি হয় ৩৬ মিনিট। ম্যাচটি রিয়াল মাদ্রিদ জিতে নেয় ১-০ গোলে।
উয়েফা ও ফরাসি কর্তৃপক্ষ আগে বলেছিল, টিকিট জালিয়াতির কারণে ওই বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। লিভারপুল সমর্থকদের তাÐবেই খেলা দেরিতে শুরু হয়েছিল বলে তখন দাবি করেছিল তারা। তবে রিভিউয়ে সেটির কোনো প্রমাণ পাওয়া যায়নি। বরং উল্লেখ করা হয়েছে উয়েফার অব্যবস্থাপনার কথাই। অল্পের জন্য আরও বড় বিপর্যয় থেকে রক্ষা পাওয়া গেছে বলেও তুলে ধরা হয়েছে রিভিউয়ে।
ফাইনালের আগের ঘটনা ও লিভারপুল সমর্থকদের দায় দেওয়া, দুটি নিয়েই ক্ষমা চেয়েছেন উয়েফা সাধারণ সম্পাদক থিওদোর থিওদরিদিস, ‘উয়েফা পক্ষ থেকে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি তাদের কাছে, যারা এই ঘটনায় যারা আক্রান্ত হয়েছেন। বিশেষ করে, এমন একটি ম্যাচে, ক্লাব মৌসুমের চ‚ড়ায় যে ম্যাচটি রূপ নেওয়ার কথা উদযাপনে। সুনির্দিষ্ট করে, লিভারপুল ফুটবল ক্লাবের সমর্থকদের প্রতি ক্ষমা প্রার্থনা করছি এজন্য যে, ম্যাচটি দেখতে গিয়ে তাদের অনেকের যে অভিজ্ঞতা হয়েছে এবং যে বার্তা ম্যাচের আগে ও ম্যাচ চলার সময় দেওয়া হয়েছে। সেখান থেকেই তাদেরকে অন্যায্যভাবে দায় দেওয়া হয়েছে ম্যাচ দেরিতে শুরু হওয়ার মতো পরিস্থিতি তৈরি করতে ভ‚মিকা রাখায়।’
আনুষ্ঠানিকভাবে প্রকাশের কয়েক ঘণ্টা আগেই এই রিভিউ বেশ কয়েকটি ব্রিটিশ সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যায়। এতেও আবার হতাশা প্রকাশ করে বিবৃতি দিয়েছে লিভারপুল।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ