Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রংপুরকে হারিয়ে প্রথমবার বিপিএলের ফাইনালে সিলেট

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:২৯ পিএম

বাঁচা মরার লড়াইয়ে রংপুরকে হারিয়ে প্রথমবার বিপিএলর ফাইনালে মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স। মঙ্গলবার মিরপুরে রংপুরকে ১৯ রানে হারায় তারা। আগামী ১৬ ফেব্রুয়ারি নবম আসরের ট্রফি জয়ের লড়াইয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মুখোমুখি হবে মাশরাফির দল।

টসে হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয় ছিল বেশ সতর্ক। তাদের জুটিতে আসে ৬৫ রান। হৃদয় স্লো গতিতে ব্যাটিং করলেও শান্ত ছিল অশান্ত। শেষ পর্যন্ত শান্ত ৩০ বলে ৫ বাউন্ডারি ও এক ছক্কায় ৪০ রান করে দলকে সেফ জোনে রেখে বিদায় নেন তিনি। এরপর হৃদয়ের মাঠে ব্যাটিংয়ে নেমে ছক্কা হাকিয়ে জানান দেন মাশরাফি।


হ্রদয় ২৫ বলে ২৫ রানে হাসানের বলে বিদায় নিলেও মাশরাফি ছিলেন কান্ডারির ভুমিকায়। তবে এদিন জাকির সুবিধা করতে পারেনি। ১৩ বলে মাত্র ১৬ রান করে ফেরেন। ক্যাপ্টেন মাশরাফি ১৬ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস উপহার দিয়ে বিদায় নেন। ১৫.১ ওভারে ৫ উইকেটে সিলেটের রান তখন ১৩৪।


মাঝে মুশফিক ব্যর্থ হলেও শেষ দিকে পেরেরা ও জর্জ লিন্ডে বড় সংগ্রহ এনে দেয় সিলেটকে। পেরেরা ১৫ বলে ২১ রানে রান আউট হলেও লিন্ডে ১০ বলে ২১ রানের ঝড়ো ইনিংস উপহার দেন সিলেটকে। ফলে ৭ উইকেটে ১৮২ রান তুলে রংপুরকে ১৮৩ রানের বিশাল টার্গেট দেয় সিলেট স্ট্রাইকার্স।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় রংপুর। নাঈম শেখের পরিবর্তে ওপেনিয়ে নেমে ১ রানে বিদায় নেন স্যাম বিলিংস। আগের ম্যাচে বরিশালের বিপক্ষ ব্যাটিংয়ে ঝড় তোলা শামীম বিদায় নেন ১৪ রানে। সতীর্থদের হারিয়ে ব্যাট হাতে ভয়ঙ্কর হয়ে উঠেন রনি তালুকদার। এসময় তাকে সঙ্গ দেন নিকোলাস পুরান। পুরাণ ১৪ বলে ৩০ রানে বিদায় নিলেও রনি ছিল মারমুখি। ৮.৩ ওভারে ৩ উইকেটে রংপুরের রান তখন ৬৮। ম্যাচ তখনও ফিফটি ফিফটি।

ক্যাপ্টেন নুরুল হাসান সোহানকে সাথে নিয়ে সিলেটের বোলারদের উপর আরও রনি। ১৭ ওভারে তিন উইকেটে ১৫০ রান। জিততে তখন রংপুরের প্রয়োজন ১৮ রানে ৩৩। এরপর তানজিম সাকিব বোলিংয়ে এসে মাত্র এক রান খরচ করে দুই উইকেট তুলে নিয়ে ম্যাচের গতি বদলে দেন। ক্রিজে তখন সানাকা ও মেহেদী। ১৯তম ওভারে বোলিংয়ে এসে লক উড চার রান নিয়ে বিদায় করেন মেহেদী ও ব্রাভোকে।

শেষ ওভারে জিততে রংপুরকে করতে হত ২৮ রান। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৬৩ রানে গুটিয়ে যায় রংপুরের দলটি। বল হাতে লুক উড ৪ ওভারে ৩৪ রানে শিকার করেন তিন উইকেট। এছাড়া সাকিব ও রুবেল নেন একটি করে উইকেট।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ