Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

নেদারল্যান্ডে আবার পবিত্র কুরআন অবমাননার ঘটনায় বাংলাদেশের তীব্র নিন্দা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:০৬ পিএম

বাংলাদেশ সম্প্রতি নেদারল্যান্ডের একজন কট্টর-ডানপন্থী ব্যক্তির আবারও পবিত্র কুরআন অবমাননার তীব্র নিন্দা জানিয়েছে।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বাংলাদেশ ‘প্রতিবাদের অধিকার’, ‘মত প্রকাশের অধিকার’ বা ‘মানবাধিকারের’ নামে এক মাসের মধ্যে আবারও এই ধরনের জঘন্য কর্মকান্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
বিবৃতিতে আরো বলা হয়, ‘বাংলাদেশ এ ধরনের অনাকাক্সিক্ষত উসকানি বন্ধের জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছে ও এ ধরনের জঘন্য কর্মকা-ের ব্যাপারে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছে। ঐক্য ও শান্তিপূর্ণ সহ-অবস্থানের জন্য বাংলাদেশ মুসলিমদের ধর্মীয় মূল্যবোধ ও ধর্মীয় চিহ্নের যে কোন ধরনের অবমাননাকে প্রত্যাখ্যান করে ও এর প্রতিবাদ জানায়।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ