মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রধান মুদ্রাগুলোর বিপরীতে ডলারের বিনিময় মূল্য পাঁচ সপ্তাহের সর্বোচ্চে দাঁড়িয়েছে। ভোক্তা মূল্যসূচক নিয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের আগে ফেডারেল রিজার্ভের (ফেড) কঠোর মুদ্রানীতির কারণে সোমবার শক্তিশালী ছিল ডলার। ব্যাংক অব জাপান (বিওজে) যখন নতুন গভর্নর নিয়োগে যাচ্ছে, তখন বড় অংকের পতন হয়েছে জাপানি ইয়েনের মানে। নতুন গভর্নর বর্তমান নীতিগত অবস্থান সমর্থন করেন বলে সামনের দিনগুলোয় বড় কোনো পরিবর্তন আশা করছে না বাজার। এদিকে ডলারের বিপরীতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ডলারের পাশাপাশি পাউন্ড স্টার্লিংয়েরও বিনিময় মূল্য কমেছে। চলতি মাসের শুরুতে প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের শ্রমবাজার প্রত্যাশার চেয়েও বেশ শক্তিশালী। এদিকে আজ মঙ্গলবার ভোক্তা মূল্য সূচক (সিপিআই) উপাত্ত প্রকাশ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইয়েন, ইউরো ও স্টার্লিংসহ প্রধান ছয় মুদ্রার বিপরীতে ডলারের মান শ‚ন্য দশমিক ১৮ শতাংশ বেড়ে ১০৩ দশমিক ৬৫-তে দাঁড়িয়েছে, যা গত ৬ জানুয়ারির পর সর্বোচ্চ। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।