মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইসরাইলের বিতর্কিত বিচারিক সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভে ফুঁসে উঠেছে দেশটির জনগণ। সোমবার পার্লামেন্টের বাইরে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। ফলে দেশটি দুই ভাগে বিভক্ত হয়েছে। গত মাসে সংস্কার পরিকল্পনা উন্মোচনের পর থেকে ইসরাইলে কয়েক বছর মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ দেখা দিয়েছে। বিলটি পাস হলে ক্ষমতাসীনরা সুপ্রিম কোর্টের ক্ষমতা রোধ করবে এবং বিচার বিভাগীয় নিয়োগের বিষয়ে সরকারকে আরো বেশি ক্ষমতা দেবে। সমালোচকরা বলছেন, এটি গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে। অপরদিকে সরকারের যুক্তি, সংস্কারগুলো দেশটির গণতন্ত্রকে আরো শক্তিশালী করবে। বিক্ষোভে অংশ নিতে তেল আবিবের নেস জিওনার থেকে মেয়েকে নিয়ে এসেছেন হেলিত। তিনি বলেন, ‘আমি খুব কষ্টে আছি, খুব নার্ভাস এবং অনেক নির্ঘুম রাত কেটেছে। ইসরাইলের গণতন্ত্র নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, যা আমি সহ্য করতে পারছি না।’ তিনি আরো বলেন, ‘আমার মনে হয়, তাদের পরিবর্তন হবে। আমি এমনটাই আশা করছি... কিন্তু আমার মনে হয়, এটা শুধুমাত্র কিছু সময়ের জন্য। এরপর পরিস্থিতির পরিবর্তন হবে। আরো খারাপ অবস্থা হবে।’ খবরে বলা হয়, পার্লামেন্টে প্রাথমিক স্তরের ভোটাভুটির মাধ্যমে অনেকটাই এগিয়ে গেছে বিচার বিভাগের ওপর সরকারি নিয়ন্ত্রণ বৃদ্ধির এ প্রক্রিয়া। এমনকি প্রায় অনুমোদন প্রাপ্তির দিকে পৌঁছে গেছে সেটি, যা সামনে আসতেই অশান্ত হয়ে উঠেছে ইসরাইল। কারণ এই সংশোধনী কার্যকর হলে পার্লামেন্টের হাতে অবাধ ক্ষমতা চলে আসবে বলে মনে করা হচ্ছে, যা নিজেদের ইচ্ছেমতো ব্যবহার করতে পারবে প্রশাসন। যাতে এই সংক্রান্ত বিলটি অনুমোদনের জন্য পেশ না করা হয় তার জন্য আর্জি জানিয়েছেন স্বয়ং দেশের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগও। তিনি বলেন, আমার আর্জি, দয়া করে এই বিলটিকে অনুমোদন দেবেন না। যদিও প্রায় আনুষ্ঠানিক পর্যায়ের এই পদে বসে করা হারজগের এই আর্তিতে খুব একটা আমল দিতে নারাজ অতি-দক্ষিণপন্থি নেতানিয়াহু প্রশাসন। জানা গেছে, আইনমন্ত্রী যে কমিটির কাছে অনুমোদন প্রস্তাব পাঠিয়েছেন, তারা ইতোমধ্যে তা পর্যালোচনা করে কয়েকটি ভাগে অনুমোদনের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। নেতানিয়াহু ও তার সহযোগীদের দাবি, এই সংশোধনীর ফলে সুপ্রিমকোর্ট এবং নির্বাচিত সরকারি প্রতিনিধিদের মধ্যে ক্ষমতার ফারাক কমবে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।