মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যার কারণে জরুরি অবস্থা জারি করেছে দক্ষিণ আফ্রিকা সরকার। সপ্তাহ জুড়ে চলা বৃষ্টির কারণে দেশটির বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে। এই পরিস্থিতে জাতীয় দুর্যোগ ঘোষণার পরিকল্পনাও চলছে। এর আগে তীব্র লোডশেডিংয়ের কারণে গত বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এবার দেশটির নয়টি প্রদেশের মধ্যে সাতটি প্রদেশই বন্যা কবলিত হয়েছে। এরইমধ্যে বিভিন্ন জায়গায় বাড়িঘর তলিয়ে যাওয়ার, অবকাঠামাগত ক্ষয়ক্ষতির খবর পাওয়ার কথা জানিয়েছে দক্ষিণ আফ্রিকার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। অনেক জায়গায় ডুবে গেছে ফসলি জমি। গবাদি পশুগুলোকে রক্ষা করতে হিমশিম খাচ্ছে কৃষকেরা। ফলে এই বন্যায় দক্ষিণ আফ্রিকার অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলেই শঙ্কা করা হচ্ছে। অপর এক খবরে বলা হয়, দক্ষিণ আফ্রিকায় সাঁজোয়াযুক্ত (অর্থ বহনকারী) ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে ২০ ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬০ জন। মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি দক্ষিণ আফ্রিকার লিমপোপো প্রদেশের পরিবহন বিভাগের বরাতে এই খবর প্রকাশ করেছে। এক বিবৃতিতে পরিবহন বিভাগ জানায়, একটি অর্থ বহনকারী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে সংঘর্ষে জড়ায়। বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২০ জনের প্রাণহানি হয়েছে। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।