Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিশুর কানে আজান দিয়ে নাম রাখলেন এরদোগান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভ‚মিকম্পে বেঁচে যাওয়া এক কন্যা শিশুর কানে আজান দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান। এ সময় তিনি নবজাতক শিশুটির নামও রাখেন। সোমবার ইস্তামবুল শহরের বাসাকশের কাম অ্যান্ড সাকুরা সিটি হাসপাতাল পরিদর্শনে গিয়ে ওই নবজাতকের কানে আজান দেন ও নাম রাখেন। তিনি শিশুটির নাম রাখেন ‘আয়সে বেতুল’। নামটি তিনি তিনবার উচ্চারণ করেন। প্রকাশিত খবরে বলা হয়েছে, ভ‚মিকম্পে উদ্ধার হওয়াদের দেখতে হাসপাতালটিতে আসেন প্রেসিডেন্ট এরদোয়ান। এ সময় ধ্বংসস্ত‚প থেকে জীবিত উদ্ধার হওয়া ওই মেয়ে নবজাতকটিকে কোলে নিয়ে তার কানে তিনি আজান দেন এবং তার মায়ের অনুরোধে নামও রাখেন। এক সপ্তাহ আগে ৭ দশমিক ৮ মাত্রার ভ‚মিকম্পে এ পর্যন্ত ৩৭ হাজারের বেশি লোকের মৃত্যু হয়েছে। এরমধ্যে তুরস্কে ৩১ হাজার ৬৪৩ জন ও সিরিয়ায় ৫ হাজার ৭৪১ জন নিহত হয়েছে। জাতিসংঘ বলছে, ভ‚মিকম্পের পরে সিরিয়ায় ৫৩ লাখ মানুষ গৃহহীন হতে পারে। তুরস্ক ও সিরিয়ায় প্রায় ৯ লাখ মানুষের জন্য জরুরি খাবারের প্রয়োজন। আনাদোলু এজেন্সি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ