Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

স্কচ হুইস্কি আমদানিতে ফ্রান্সকে হটিয়ে শীর্ষে ভারত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

পরিমাণের নিরিখে বিশ্বের বৃহত্তম স্কচ হুইস্কির ক্রেতা হিসেবে ফ্রান্সকে হটিয়ে শীর্ষস্থান দখল করেছে ভারত। স্কচ হুইস্কি অ্যাসোসিয়েশন (এসডবিøউএ) বলেছে, ২০২১ সালে ভারতে ২১৯ মিলিয়ন বোতল রফতানি করা হয়েছে। যা আগের বছরের তুলনায় ৬০ শতাংশ বেশি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। তবে দামের হিসাবে স্কচ হুইস্কির বৃহত্তম ক্রেতা যুক্তরাষ্ট্র। ২০২২ সালে দেশটির আমদানি করেছে ১.২৭ বিলিয়ন ডলার মূল্যের এই পানীয়। এই তালিকায় ভারতের অবস্থান পঞ্চম। ভারতে দীর্ঘদিন ধরে মর্যাদার প্রতীক স্কচ। তবে এখন পর্যন্ত বিশ্বের বৃহত্তম হুইস্কির বাজারে স্কচের পরিমাণ মাত্র ২ শতাংশ। ভারতের লাখো ভোক্তার কাছে দীর্ঘদিন ধরে স্বল্পমূল্যের বেøন্ডেড হুইস্কি জনপ্রিয়। তবে স্কচ হুইস্কির চাহিদা দিন দিন বাড়ছে। বিশেষ করে সাংস্কৃতিক পরিবর্তন এবং ভারতীয়দের ক্রয়সীমা বাড়ার কারণে। গত এক দশকে ভারতে স্কচ হুইস্কি আমদানি বেড়েছে ২০০ শতাংশের বেশি। রফতানিকারকরা বলছেন, রফতানি আরও বাড়ার সুযোগ রয়েছে। প্রতি বোতল স্কচ হুইস্কি আমদানির ক্ষেত্রে ভারত ১৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। মূলত দেশীয় উৎপাদনকারীদের দাবির মুখে এই শুল্ক আলোপ করা হয়েছে। ফলে এটির দাম বেড়েছে। পরিমাণ ও দামের হিসাবে এসডবিøউ-এর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স। তাইওয়ান, সিঙ্গাপুর ও চীনেও স্কচ হুইস্কির রফতানি বেড়েছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ