নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আগামী ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিপিএলের নবম আসরের ফাইনাল। ইতিমধ্যে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন্স কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চতুর্থ বারের মতো শিরোপা জিততে এবারও ফাইনালে পা রেখেছে ভিক্টোরিয়ান্সরা। কারণ গত আসরের চেয়ে এবার এবার বিপিএলের প্রাইজমানি বাড়েছে দ্বিগুণ।
এবারের আসরের চ্যাম্পিয়ন্স দল থেকে শুরু করে বাকিরাও পাচ্ছেন দ্বিগুণ পরিমাণ প্রাইজমানি। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক আগেই গণমাধ্যম জানায় এই তথ্য। এবার বিপিএল চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি টাকা। আর রানার্সআপ পাবে ১ কোটি। এভাবে করে সবমিলিয়ে প্রায় ৪ কোটি টাকার মতো প্রাইজমানি থাকছে।
তবে গত আসরে চ্যাম্পিয়ন হয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স পেয়েছিল ১ কোটি টাকার প্রাইজমানি। রানার্সআপ ফরচুন বরিশাল পেয়েছিল ৫০ লাখ টাকা। এবার তা বেড়ে হয়েছে দ্বিগুণ। একই সাথে ব্যক্তিগত প্রাইজমানির হারও এবার বাড়ছে কয়েকগুণ। গতবার টুর্নামেন্ট সেরা হয়ে ১ লাখ ৭০ হাজার টাকা প্রাইজমানি পেয়েছিলেন সাকিব আল হাসান।
সেটা এবার বেড়েছে বহুগুণ। অর্থাত ম্যান অব দা সিরিজ (টুর্নামেন্ট সেরা খেলোয়াড়) ১০ লাখ টাকা পাবেন এবার। বরিশাল ফাইনালে উঠতে না পারলেও এবারও সেই দৌড়ে এগিয়ে আছে বিশ্বসেরা সাকিব আল হাসান।
একই সাথে ঢাকার ক্যাপ্টেন নাসির হোসেন দলকে ফাইনালে তুলতে না পারলেও ব্যাট বলে-অসাধারণ পারফরম্যান্স করে টিকে আছে টুর্নামেন্ট সেরার রেসে। বিপিএল এবার সেরা বোলার, সেরা ব্যাটসম্যানকে মোটা অঙ্কের পুরস্কার দেওয়া হবে ।
ব্যাটিংয়ে টুর্নামেন্ট সেরা হওয়ার রেসে শীর্ষে আছেন সিলেটের দুই ব্যাটার। নাজমুল হোসেন শান্ত ১৪ ম্যাচ খেলে এখন পর্যন্ত ১১৩.৮৫ স্ট্রাইক রেটে ৪৫২ রান নিয়ে রয়েছে সবার উপরে। ১১ ম্যাচ খেলে একই দলের তরুণ ব্যাটার তৌহিদ হৃদয় ১৪৫.৩৮ স্ট্রাইক রেটে ৩৭৮ রান নিয়ে দ্বিতীয়। সাকিব আল হাসান ১৩ ম্যাচে ১৭৪.৪১ স্ট্রাইক রেটে তৃতীয় ও নাসির হোসেন ১২ ম্যাচে ১২০ স্ট্রাইক রেটে ১৬৬ রান নিয়ে আছেন চতুর্থ স্থানে।
এছাড়া বোলিংয়ে সেরা হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ঢাকার ক্যাপ্টেন নাসির হোসেন। ১২ ম্যাচে ১৬ উইকেট নিয়ে রয়েছে শীর্ষে। ১১ ম্যাচ খেলে ১৬ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে ঢাকার তানভির ইসলাম। কুমিল্লার আজমত উল্লাহ ১১ ম্যাচে ১৫ উইকেট নিয়ে তৃতীয়। ১৩ ম্যাচ খেলে ১৫ উইকেট নিয়ে চতুর্থ স্থানে রংপুরের হাসান মাহমুদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।