Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সালাহ-গাকপো নৈপুণ্যে তিন ম্যাচ পর জয়ের দেখা পেল লিভারপুল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:১৩ এএম
গত এক মাস বিভিন্ন লীগে একের পর এক গড়পড়তা পারফরম্যান্সে জয়ের স্বাদ ভুলতে বসেছিল ইংলিশ জায়ান্ট ক্লাব লিভারপুল। প্রিমিয়ার লিগে শেষ তিন ম্যাচে জয়হীন অল রেডসরা সম্প্রতি পুঁচকে ব্রাইটনের কাছে হেরে ছিটকে গিয়েছিল এফএ কাপ থেকেও।তবে খারাপ সময় পার করা লিভারপুল গতকাল স্বস্তির এক জয় পেয়েছে।
 
সোমবার রাতে প্রিমিয়ার লীগে ম্যাচে এভারটনকে ২-০ গোলে হারিয়েছে ইয়োহেন ক্লপের শিষ্যরা।লিভারপুল হয়ে একটি করে গোল করেছেন দলটির মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ ও ডাচ তারকা গাকপো।
 
ঘরের মাঠ এনফিল্ডে এদিন শুরু থেকেই ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে লিভারপুল।প্রথমার্ধে একাধিক আক্রমণের পর স্বাগতিকেরা সালাহর সৌজন্যে প্রথম সফলতা পায়। ৩৭ তম মিনিটে  নুনেজের মাপা ক্রসে পায়ের আলতো ছোঁয়ায় এভারটনের জালে বল পাঠান মোহাম্মদ। এর মধ্যে এনফিল্ডে শততম গোলের রেকর্ড  গড়লেন এই মিশরীয় ফরোয়ার্ড।
 
১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া লিভারপুলকে বিরতির থেকে ফিরেই ফের গোল এনে দেন গাকপো।বাকিটা সময়েও ম্যাচের পুরো নিয়ন্ত্রণ ছিল লিভারপুলের হাতে।
 
এই জয়ের পর ২১ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠে এসেছে  ইয়োহেন ক্লপের দল।সমান সংখ্যক ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ১৮ তম অবস্থানে থাকা এভারটন আছে রেলিগেশনের শঙ্কায়
 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ