Inqilab Logo

শনিবার, ২২ জুন ২০২৪, ০৮ আষাঢ় ১৪৩১, ১৫ যিলহজ ১৪৪৫ হিজরী

বিপিএলের শেষটা রাঙাবেন জেমস

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

চলমান শর্ট ভার্সন ক্রিকেটের জনপ্রিয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর্দা নামছে আগামী বৃহস্পতিবার। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রভাবে নেয়া সরকারের খরচ কমানোর আদেশকে প্রধান্য দিয়ে এবারের বিপিএলে ছিল না কোনো উদ্বোধনী অনুষ্ঠান। তবে ভক্তদের জন্য সুখবর, কনসার্ট ও বিম শো’তে সমাপণীটা রাঙানোর আয়োজন রেখেছে বিসিবি। তবে কোনো ভীনদেশি নয়, আগামী ১৬ ফেব্রুয়ারি ফাইনাল শুরুর আগে জাঁকজমকপূর্ণ সমাপণী অনুষ্ঠানে পারফর্ম করবেন দেশের জনপ্রিয় ব্যান্ড দল নগরবাউল এবং ওয়ারফেজ। যেখানে গান গেয়ে অনুষ্ঠান মাতাবেন জেমস। গতকাল এ তথ্য নিশ্চিত করেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
এ ব্যপারে গণমাধ্যমে বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘আমরা চেষ্টা করছি বিপিএলের সমাপণী অনুষ্ঠানকে জাঁকজমকপূর্ণ করার জন্য। দর্শক মাতাতে এই অনুষ্ঠানে গান গাওয়ার জন্য জেমস,ওয়ারফেজ এবং মাকসুদ ভাইকে আনার চেষ্টা করছি। প্রাথমিকভাবে তাদের সঙ্গে আমাদের যোগাযোগও হয়েছে। আমরা আশা করছি উনারাই পারফর্ম করবেন বিপিএলের সমাপণী অনুষ্ঠানে।’ দেশের বাইরের কেউ থাকছেন কিনা অনুষ্ঠানে? এমন প্রশ্নে সুজনের উত্তর, ‘এটা এই মুহূর্তে একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে। স্পেশালি বর্তমান সার্বিক প্রেক্ষাপটে এটা আমাদের কাছে একটা অপশন মনে হচ্ছে না। আমরা চাচ্ছি আমাদের যারা জনপ্রিয় ব্যান্ডসঙ্গীত শিল্পী রয়েছেন তাদের পারফরম্যান্সটা দিয়েই প্রগ্রাম সেট করতে।’
তিনি আরও জানান, ব্যান্ড সঙ্গীত ছাড়াও বিপিএলের সমাপণী অনুষ্ঠানে আতশবাজির সঙ্গে থাকছে বিম শো। বিকাল থেকে অনুষ্ঠান শুরু হবে জানিয়ে সুজন বলেন, ‘আতশবাজির সঙ্গে থাকছে বিম শো। অনুষ্ঠান শুরু হবে বিকাল সাড়ে ৩ টা থেকে। ফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগেই শেষ হবে কনসার্ট। পুরস্কার বিতরণের পর হবে বিম শো।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ