Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতিহিংসাপরায়ন, নির্লজ্জ ভারত!

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

নাগপুর টেস্টে ভারতের ঘূর্ণিজালেই ফেঁসে গেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ১৭৭ রানে গুঁড়িয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ৯১ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। বাজে ব্যাটিং প্রদর্শনীতে বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে তারা হেরেছে ইনিংস ও ১৩২ রানে। সিরিজের এখনো তিনটি টেস্ট বাকি। সেই তিন টেস্টেও নাগপুরের মতো উইকেট তাদের অপেক্ষা করছে কি না, কে জানে! আরও একবার স্পিনের সামনে পড়ে যাতে ভুগতে না হয়, সে জন্যই পরের ম্যাচগুলোর আগে নাগপুরের স্পিনিং উইকেটে বাড়তি একটু অনুশীলন করে নিতে চেয়েছিলেন প্যাট কামিন্সরা। দিল্লি রওনা হওয়ার আগে সেখানে এক সেশন ব্যাটিং অনুশীলন করতে চেয়েছিল অস্ট্রেলিয়া দল। সেটা তারা কর্তৃপক্ষকে জানিয়েও রেখেছিল। কিন্তু অনুশীলন সেশনের ঘণ্টা কয়েক আগে তাদের সেই পরিকল্পনা বাতিল করতে হয়। কারণ, নাগপুরের স্থানীয় কিউরেটররা আগের দিন পিচে পানি দিয়ে ফেলে!
বিষয়টি নিয়ে ক্ষোভ ঝেরেছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ইয়ান হিলি। এসইএন টিভির সঙ্গে কথা বলার সময় বিষয়টিকে ‘দুঃখজনক’ বলে আইসিসির হস্তক্ষেপ চেয়েছেন ক্ষুব্ধ সাবেক এই উইকেটকিপার-ব্যাটসম্যান, ‘আমাদের পরিকল্পনা নষ্ট করে দেওয়াটা সত্যি হতাশাজনক। এটা ভালো নয়। ক্রিকেটের জন্য এটা ভালো নয়। এসব ক্ষেত্রে আইসিসির এগিয়ে আসা উচিৎ। অনুশীলন করার জন্য অনুরোধের পরও এভাবে পিচে পানি দেওয়ার বিষয়টি ভয়ংকর। এগুলো ঠিক করা প্রয়োজন।’
অনুশীলনের পরিকল্পনাটা যে ‘খামখেয়ালি’ ছিল না, সেটা জানিয়ে এর আগে এসইএন টিভিকেও অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেছেন, ‘এটা কোনো খামখেয়ালি অনুশীলন ছিল না, পরিকল্পিত সেশন ছিল। আমাদের স্কোয়াডে ১৭ খেলোয়াড়। প্রত্যেকের জন্যই আলাদা আলাদা অনুশীলন পরিকল্পনা আছে। ম্যাচে দু–একজন নতুন খেলোয়াড়কে দেখা যেতে পারে। ফলে ওদের অনুশীলনে দেখে নেওয়ার ব্যাপার ছিল। কোনোভাবেই এটা খামখেয়ালি অনুশীলন ছিল না, পরের ম্যাচের প্রস্তুতি ছিল।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ