Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোশাল মিডিয়া ব্যবহার করে আয় করছে ভুটানিরা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ক্রমবর্ধমান জনপ্রিয়তা ব্যাপক সাড়া ফেলছে ভুটানে। দেশটির ব্যবহারীরা জাতীয় ও আন্তর্জাতিক পরিম-লেও জনপ্রিয় হয়ে উঠছেন। খ্যাতি ছাড়াও তাদের আয়ের অন্যতম সুযোগ করে দিচ্ছে এ প্ল্যাটফর্মগুলো। স্থানীয় সংবাদমাধ্যম ভুটান লাইভের প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশিরভাগ প্রভাবশালীদের কাছে অর্থ উপার্জনের জন্য টিকটক ও ইউটিউব জনপ্রিয় হয়ে উঠছে। এরকম কিছু ব্যবহারকারীর সঙ্গে কথা বলেছে ভুটান ব্রডকাস্টিং করপোরেশন; যারা বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিভিন্ন কনটেন্ট তৈরি করে সেখান থেকে বেশ ভালো উপার্জন করতে পারছে। টিকটিক একটি শর্ট-ভিডিও তৈরি ও শেয়ারিং প্লাটফর্ম। যারা ভিডিও তৈরি করেন তারা অন্যান্য ব্যবহারকারীদের কাছ থেকে গিফট পেতে পারেন, যেগুলো ডলারের রূপান্তরিত হতে পারে। কিন্তু ভিডিও কনটেন্ট তৈরি করা ব্যবহারকারীরা বলছেন, বড় ঝামেলা সেই অর্থ তুলে নেওয়া। ফুন্টশো শোদেন নামের জনপ্রিয় টিকটকার ভুটান লাইভকে বলেন, “টিকটকে আমি অনেকের কাছ থেকে অনেক উপহার পেয়েছি, যারা আমার পোস্টের প্রশংসা করেছে। কিন্তু দুঃখের বিষয় হলো- আমার পেপাল অ্যাকাউন্ট থেকে টাকা তোলা সম্ভব হচ্ছিল না। পরে বিদেশে থাকা আমার এক বন্ধুর কাছে সাহায্য চেয়েছিলাম। পরে সে আমাকে সাহায্য করে।” থিনলে গাইল্টশেন নামের আরেক টিকটকার বলেন, ডলারকে আমাদের রুপিতে কনভার্ট করতে আমাদের কাছের এবং বিশ্বস্ত বন্ধুদের সাহায্য নিতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি এ ধরনের অ্যাপ্লিকেশনগুলো আমাদের জন্য ব্যবহার উপযোগী করে দেয়, তবে আমাদের ভুটানি টিকটকারদের তাদের বন্ধুদের ওপর নির্ভর করতে হবে না। নিজেরাই তুলতে পারবে। টিওআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ