Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বর্ণজয়ী ইমরানুর দেশে ফিরছেন মঙ্গলবার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:০১ পিএম

কাজাখস্তানের আস্তানায় গত শনিবার রাতে এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ৬০ মিটার স্প্রিন্টে মাত্র ৬.৫৯ সেকেন্ড সময় নিয়ে দৌঁড় শেষ করে রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েন বাংলাদেশের লন্ডন প্রবাসী অ্যাথলেট ইমরানুর রহমান। লাল-সবুজের হয়ে ইতিহাস গড়া এই অ্যাথলেট মঙ্গলবার দেশে ফিরছেন। এদিন সকাল ৯টায় বিমান বাংলাদেশ এয়ালাইন্সের একটি ফ্লাইটে করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামবেন ইমরানুর। কাজাখস্তান থেকে তথ্যটি সোমবার নিশ্চিত করেন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব মন্টু। দেশের ফেরার পর বিমানবন্দরে ইমরানুরকে ফেডারেশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানানো হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ