Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

কিম কন্যার নাম রাখা যাবে না

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

‘নোবেল কন্যা’ খ্যাত উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের মেয়ে জু-আয়ে। বাবার সাথে বেশ কয়েকটি সামরিক কর্মসূচিতে দেখা গেছে তার আনাগোনা। সবার জল্পনা-কল্পনার সূত্রপাত তখন থেকেই-তিনিই হবেন দেশটির পরবর্তী শাসক! এবার সেটি আরও স্পষ্টতর হয়েছে। জানা যায়, কিমের ১০ বছর বয়সি কন্যার মতো যাদের একই নাম রয়েছে তাদের সবাইকে তা পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। সোর্সের নাম উল্লেখ না করে রেডিও ফ্রি এশিয়ার একটি প্রতিবেদনে বলা হয়েছে, জো-আই নামের সব মানুষের নাম পরিবর্তনের জন্য চাপ প্রয়োগ করছে উত্তর কোরিয়া। ধারণা করা যাচ্ছে, কিম তার কন্যার নাম আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করতে চান। কারণ তার পরে দেশটি শাসন করবে জু। রেডিও ফ্রি এশিয়াতে বলা হয়, উত্তর কোরিয়ার কর্তৃপক্ষ জু’র নামের যারা আছেন তাদের নাম পরিবর্তন করতে বাধ্য করছে। উত্তর পিয়ংগান প্রদেশের চোংজুর নিরাপত্তা বিভাগ ৮ ফেব্রুয়ারি এই নামে নিবন্ধিত নারীদের ডেকে তাদের নাম পরিবর্তন করার নির্দেশ দিয়েছে। এক ব্যক্তি জানান, ‘এই নামের সবাইকে খুঁজে বের করা হচ্ছে। কেননা নামটি সর্বোচ্চ নেতার মহীয়সী কন্যার।’ তবে নাম প্রতিষ্ঠা করে নেতাদের গ্রহণযোগ্যতা বাড়ানোর পন্থা দেশটিতে নতুন কিছু নয়। এর আগে নেতাদের উত্তরসূরিদের নাম রাখায় ছিল কড়া নিষেধাজ্ঞা। রেডিও ফ্রি ্এশিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ