Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মণিপুর: তাল্লু বাঁজানো শিখছে তাংখুল কিশোর

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৪২ পিএম
ভারতের মণিপুরের কামজং জেলার ১২ বছরের কিশোর এনগানিংখুই তার সমবয়সীদের থেকে আলাদা। অন্যরা যখন অবসর সময়ে প্রযুক্তি ডিভাইসে তাদের সময় কাটায়, সেসময় সে ঐতিহ্যবাহী তাংখুল বাদ্যযন্ত্র ট্রাম্পেট বাঁজায়, যা তাংখুল ভাষায় স্থানীয়ভাবে তাল্লু নামে পরিচিত।
ইস্টমোজো লিখেছে, এনগানিংখুই এর বাড়ি মণিপুরে ফুঙ্গিয়ার মহকুমার রিহা গ্রামে। তিন বছর আগে এক বন্ধুর মাধ্যমে ট্রাম্পেটের সঙ্গে পরিচয় হয়েছিল তার। এরপর এই যন্ত্রটির প্রতি তার আগ্রহ জন্মে যায়। পরে তাকে থাওয়াই/থোয়াই গ্রামের লোকসংগীত বিশেষজ্ঞ ও কারিগর শাংরেইসুই একটি ট্রাম্পেট উপহার দেন এনগানিংখুইকে। এরপর থেকে সে এ শিল্প শিখতে এবং অনুশীলনে নিজেকে নিবেদিত করেছে।
কিশোর এনগানিংখুই ইস্টমোজোকে বলে, “আমার এক বন্ধুকে যখন প্রথম ট্রাম্পেট বাঁজাতে দেখেছিলাম, তখন থেকে ভালো লাগা তৈরি হয়েছিল। পরে থাওয়াই গ্রামের আও (দাদা) শাংরেইসুই বললেন, আমি যদি ওই যন্ত্র বাঁজাতে আগ্রহী হই, তবে তিনি আমার জন্য একটি ট্রাম্পেট উপহার হিসেবে বানাবেন। তারপর থেকে আমি ট্রাম্পেট শিখতে অনুশীলনে নিজেকে উৎসর্গ করেছি।”
এনগানিংখুই কেবল একজন ছাত্র হলেও ইতোমধ্যে নিজের গ্রাম ও আশেপাশের এলাকায় ঐতিহ্যবাহী উৎসবগুলোতে ট্রাম্পেট বাঁজিয়েছে। সম্প্রতি উখরুল জেলার মুইরি গ্রামে তাংখুল নাগা ভ্যালি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ২৭তম সাধারণ সম্মেলনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছে।
সপ্তম শ্রেণির ছাত্র এনগানিংখুইয়ের লক্ষ্য পেশাদারিত্বের সঙ্গে ট্রাম্পেট বাঁজানো শিখে ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রটিকে সংরক্ষণ করা।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ