মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার বলেছে যে, মার্কিন যুক্তরাষ্ট্র গত বছর থেকে চীনের আকাশসীমায় কমপক্ষে ১০টি অ-অনুমোদিত বেলুন পাঠিয়েছে। ‘নজরদারি বেলুন’ নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এ পাল্টা অভিযোগ করেছে চীন।
যুক্তরাষ্ট্র গত ৪ ফেব্রুয়ারিতে তাদের আকাশসীমায় সন্দেহজনক চীনা নজরদারি বেলুন গুলি করে ভূপাতিত করে। সেই বেলুনটি আবহাওয়া পর্যবেক্ষণ বেলুন ছিল বলে চীনের দাবি। যুক্তরাষ্ট্র বেলুনটি ভূপাতিত করা থেকেই চীনের সঙ্গে সম্পর্কে উত্তেজনা বেড়েছে। সম্প্রতি কয়েকদিনে যুক্তরাষ্ট্র এরকম আরও অন্য কয়েকটি বস্তু গুলি করে নামিয়েছে বলে জানিয়েছে।
সোমবার চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রও কয়েকবার তাদের আকাশসীমায় বেলুন অনুপ্রবেশ করিয়েছে। তিনি বলেন, ‘অন্যান্য দেশের আকাশসীমায় ঢুকে পড়াটা যুক্তরাষ্ট্রের জন্য অস্বাভাবিক কোনও ব্যাপার নয়। কেবল গতবছরেই যুক্তরাষ্ট্রের বেলুন অবৈধভাবে চীনের আকাশসীমায় উড়েছে ১০ বারেরও বেশি। চীন কর্তৃপক্ষের কাছ থেকে এর কোনও অনুমোদন ছিল না।’
তিনি আরও বলেন, বেইজিং দায়িত্বশীল এবং পেশাদারিত্বের সঙ্গে এই অনুপ্রবেশের ঘটনায় জবাব দিয়েছে। এ বিষয়ে ওয়াং বিস্তারিত আর কিছু বলেননি। তবে তিনি বলেন, ‘আপনি যদি অনেক উপর দিয়ে উড়ে যাওয়া যুক্তরাষ্ট্রের বেলুনগুলোর অবৈধভাবে চীনের আকাশসীমায় প্রবেশ করার নিয়ে আরও বেশি জানতে চান, তাহলে আমি আপনাকে যুক্তরাষ্ট্রের পক্ষের দিক থেকে তথ্য নেয়ার পরামর্শ দিচ্ছি।’ চীনের এই অভযোগের ব্যাপারে ওয়াশিংটন এখনও কোনও প্রতিক্রিয়া প্রকাশ করেনি। সূত্র: ওয়াশিংটন পোস্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।