Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৮ বছর ধরে পড়ে থাকা হিলি স্থলবন্দরে বিভিন্ন সংস্থার জমাকৃত পণ্য ধ্বংস করেছে কাস্টমস কতৃপক্ষ

হিলি সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:০০ পিএম

দিনাজপুরের হিলি স্থলবন্দরের গুদামে ১৮ বছর ধরে পড়ে থাকা বিভিন্ন সময়ে আটককৃত বিভিন্ন সংস্থার কর্তক জমাকৃত ধ্বংস যোগ্য পণ্যগুলি ধ্বংস করেছে হিলি কাস্টমস কতৃপক্ষ।

সোমবার দুপুরে ধ্বংস কমিটির সদস্যদের উপস্থিতিতে যথাযথ পদ্ধতি অনুসরন করে হিলির জালালপুর শ্বশানের পার্শ্বে মাটি খুড়ে সেখানে এসব পণ্যে আগুন লাগিয়ে দিয়ে ধ্বংস করা হয়। ২০০৪ সাল থেকে ২০২২ সালের জানুয়ারী মাস পর্যন্ত ৬ হাজার ৫৫ টি মামলার বিপরীতে থাকা সার কীটনাশক বীজ মেয়াদউত্তির্ন খাদ্যদ্রব্যসহ ৫০ ট্রাক পণ্য ধ্বংস করা হয়।
এসময় সেখানে হিলি স্থল শুল্ক স্টেশনের উপ-কমিশনার বায়জিদ হোসেন,পরিবেশ অধিদপ্তর দিনাজপুরের সহকারি পরিচালক ছামিউল আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক শাহ নেওয়াজ, জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের সহকারি পরিচালক উপন্দ্রেনাথ হালদারসহ অনেকে উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ