Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে আইআরএস প্রশিক্ষণে ভুটানের পাঁচ কর্মকর্তা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৪৯ এএম
ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস বা আইআরএসের তরুণ ৪৩ কর্মকর্তার সঙ্গে অন্তর্ভুক্তিমূলক প্রশিক্ষণ নিয়েছেন ভুটানের পাঁচ কর্মকর্তা। বছর দশেক আগে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সইয়ের পর থেকে ভুটানের কিছু সরকারি কর্মকর্তাকে নিজেদের কর্মকর্তাদের সঙ্গে প্রশিক্ষণ দিয়ে আসছে ভারত। এবার আইআরসের ৭৪তম ব্যাচের সঙ্গে তাদের প্রশিক্ষণ হয়েছে বেঙ্গালুরুতে।
 
ভারতে শেখার অভিজ্ঞতা জানিয়ে ভুটানের ওই পাঁচ কর্মকর্তা জানান, আইআরএস সিলেবাস তাদের জ্ঞান ও সক্ষমতা বৃদ্ধির সুযোগ করে দিয়েছে। ভুটান পর্বতবেষ্টিত দেশ হওয়া সত্ত্বেও তারা ভূমি, সাগর এবং আকাশপথে বাণিজ্য সম্পর্কে শিখতে পেরেছেন। 
 
বেঙ্গালুরুতে ন্যাশনাল একাডেমি অফ কাস্টমসের একজন ফ্যাকল্টি সদস্য জানান, কাস্টম কর্মকর্তা হিসেবে প্রশিক্ষণের সময়ে প্রতিদিন তাদের ১২০০ রুপি ভাতা পান। একবছরের আইআরএস ট্রেনিংয়ে বেঙ্গালুরুর ‘ইনডিরেক্ট ট্যাক্স অ্যান্ড নারকোটিক্স’ বিভাগে স্বল্প সময়ের জন্য তাদের কাজ করতে হয়।
 
ভুটানের এক তরুণ কর্মকর্তা শেরিং ইয়াংকি বলেন, তার জন্য ভারত সফর একটি বিশাল অভিজ্ঞতা। আরেক প্রশিক্ষণার্থী দাওয়া জাংমো বলেন, ভারতীয়রা খুবই সহযোগিতাসুলভ। শ্রেণীকক্ষে আমাদের সহকর্মী থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তারা সকলেই দারুণ আর বন্ধুত্বপূর্ণ।
 
প্রশিক্ষণে অংশ নেওয়া অধিকাংশ রাজস্ব কর্মকর্তাদের ভারতীয় সীমান্ত এলাকায় নিয়োগ করা হয়েছে।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ