জয়ে এসেছে তবে কঠিন লড়াইয়ের পর। নিজেদের মাঠে ভিয়ারিয়াল বেশ ভালোভাবে চেপে ধরেছিল বার্সালোনাকে।তবে পায়নি গোলের দেখা।অন্যদিকে শুরুতে জালের দেখা পাওয়া কাতালানরা শেষ পর্যন্ত ধরে রাখল লিড।
লা লিগায় আক্রমণ-পাল্টা আক্রমণে ভভরপুর ম্যাচে রোববার রাতে ভিয়ারিয়ালক্র ১-০ গোলে হারিয়েছে জাভি হার্নান্দেজের দল।বার্সার হয়ে ম্যাচের ১৬ তম মিনিটে লেভানডফস্কির এসিস্ট থেকে চমৎকার ফিনিশিংয়ে জয়সূচক গোলটি করেন পেদ্রি।পরের মিনিটেই সমতা ফেরাতে পারত ভিয়ারিয়াল।
প্রতি-আক্রমণে পেনাল্টি স্পটের কাছে বল পান হোসে লুইস মোরালেস।তবে ফিনিশং এ তালগোল পাকিয়ে সুযোগ হাতছাড়া করেন তিনি।প্রথমার্ধের যোগ করা সময়ে সমতা ফেরানোর আরও একটি সুযোগ হাতছাড়া করেন মোরালেস।
১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সালোনা।৫৫ তম মিনিটে দলের জয় নিশ্চিত করতে পারতেন লেভা। গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যে শট রাখতে পারেননি বার্সার এই পোলিশ স্ট্রাইকার।বাকি সময়ে আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও জালের দেখা পায়নি কোন দল।
এই জয়ে লা লিগায় শীর্ষস্থান আরও মজবুত করল বার্সা।২১ ম্যাচে ১৮ জয় ও দুই ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট এখন ৫৬। এক ম্যাচ কম খেলা রিয়াল ৪৫ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে।