Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

অমূল্য রতন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

বার্মায় কৌটিভাইট বা কায়ানাইট নামে একটি মূল্যবান স্বচ্ছ লাল ও কমলা রঙের খনিজ উপাদান আবিষ্কৃত হয়েছে। মাত্র ০.৩ গ্রাম ওজনের বস্তুটি বিশ্বের অন্যতম বিরল খনিজ হিসেবে বিবেচিত হচ্ছে। ইন্টারন্যাশনাল মিনারোলজিকাল অ্যাসোসিয়েশনের স্বীকৃত প্রায় ৬ হাজার খনিজ রয়েছে এবং তাদের অনেকগুলোকে বিরল হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। তবে সেসবের কোনোটিই কৌটিওভাইট বা কায়ানাইটের বৈশিষ্ট্যের সাথে মেলে না।

বার্মিজ খনিজবিদ এবং পেট্রোলজিস্ট ডক্টর কিয়াউথুর নামে এর নামকরণ করা হয়েছে। বিরল এ খনিজটি বার্মার মোগোগ অঞ্চলে একটি স্রোতের নীচে নীলকান্তমণি প্রসপেক্টররা আবিষ্কার করেন। ২০১৫ সালে ইন্টারন্যাশনাল মিনারোলজিকাল সোসাইটির স্বীকৃত, এখন পর্যন্ত এক দশমিক ৬১ ক্যারেট (শূন্য দশমিক তিন গ্রাম) ওজনের একমাত্র নমুনাটি লস অ্যাঞ্জেলেসের প্রাকৃতিক ইতিহাস জাদুঘরের হেফাজতে রয়েছে। সূত্র : জং নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ