Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

একরাম হত্যায় নাফিজের হাইকোর্টে জামিন

| প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদেও চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক হত্যা মামলার আসামি চৌধুরী নাফিজ উদ্দিন অনিককে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এ জামিন দেন।
আদালতে জামিনের আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আমিনুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল। তবে হাইকোটের এ জামিনাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে রাষ্ট্রপক্ষ আবেদন করবেন বলে জানিয়েছেন মনিরুজ্জামান রুবেল। ২০১৪ সালের ২০ মে ফেনীর বিলাসী সিনেমা হলের সামনে একরামুল হককে প্রকাশ্যে গুলি ও পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়।
এ মামলায় গত ১৫ মার্চ ফেনী জেলা ও দায়রা জজ আদালতে ৫৬ জন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। বর্তমানে ফেনীর ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানার আদালতে মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জামিন

৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ