Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফের জনসাধারণের জন্য খুলে দেয়া হলো কাজার-যুগের প্রাসাদ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:০৪ পিএম

কয়েক বছর বন্ধ থাকার পর ইরানের আলবোর্জ প্রদেশের কারাজে অবস্থিত কাজার-যুগের (১৭৮৯-১৯২৫) সোলেমানিয়েহ প্রাসাদ জনসাধারণের জন্য উম্মুক্ত করে দেওয়া হয়েছে। স্থানীয় পর্যটন কর্মকর্তা ইয়াহিয়া দারাইএই তথ্য জানিয়েছেন।

আগে বছরের পর বছর ধরে এই প্রাসাদে কেবল নোরুজ ছুটির সময় (ইরানি নববর্ষ) প্রবেশাধিকার ছিল। বার্তা সংস্থা ইসনা শুক্রবার ইয়াহিয়া দারাইকে উদ্ধৃত করে এতথ্য জানায়।

তিনি জানান, পুনরায় খোলার প্রস্তুতির জন্য ঐতিহাসিক স্মৃতিস্তম্ভটি পুনরুদ্ধার করা হয়েছে। তবে আরও পুনর্বাসনের কাজ প্রয়োজন যাতে এটি একটি জাদুঘর প্রাসাদ হয়ে উঠতে পারে।

কারাজের প্রাক্তন রাজকীয় বাসভবন সোলেমানিয়েহ প্রাসাদটি বেশ কয়েকজন কাজার রাজা এবং তাদের পুত্র ও ভাইদের অঙ্কিত চিত্রগুলির জন্য উল্লেখযোগ্য। কারাজ নদীর তীরে একটি বড় বাগানে ফতহ আলী শাহ (র. ১৭৯৭-১৮৩৪) এর আদেশে ভবনটি নির্মাণ করা হয়।

সূত্র: তেহরান টাইমস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ