Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরকীয়া অপরাধ স্বীকার করে মেয়রের পদত্যাগ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

কানাডার টরোন্টোর মেয়র জন টোরি পরকীয়ায় জড়িয়ে পড়ার কারণে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার টরোন্টো সিটি হলে জরুরি প্রেস কনফারেন্সে তিনি এই ঘোষণা দেন। এ সময় মেয়র জন টোরি বলেন, ‘কোভিড মহামারি চলাকালে আমি অফিসের একজন সহকর্মীর সঙ্গে এমনভাবে একটি সম্পর্ক গড়ে তুলেছিলাম, যা মেয়র এবং একজন পারিবারিক মানুষ হিসেবে উচিত হয়নি। আসলে পারস্পরিক সম্মতিতে এই বছরের শুরুতে আমাদের সম্পর্ক হয়ে গিয়েছিল। তিনি বলেন, আমি আমার স্ত্রী বার্ব এবং আমার পরিবারের কাছে ক্ষমা চেয়েছি। আমি তাদের হতাশ করেছি। টরোন্টোর এই মেয়র বলেন, আমি মনে করি যে মেয়রের কার্যালয়কে কোনোভাবেই কলঙ্কিত করা ঠিক হবে না। তাই আমি সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যদিও আমি আমার পছন্দের কাজ থেকে সরে যাওয়ার জন্য গভীরভাবে অনুশোচনাবোধ করছি। কারণ, আমি এই শহরকে খুব বেশি ভালোবাসি। জন টোরি কার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলেন, তার নাম জানা যায়নি। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ