Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঙ্গা হচ্ছে মার্কিন ভোক্তা মনোভাব

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি কমে আসছে, সেই সঙ্গে শক্তিশালী হয়ে উঠছে শ্রমবাজার। সব মিলিয়ে চলতি মাসের অর্থনৈতিক পরিস্থিতি দেশটির ভোক্তাদের জন্য বেশ ইতিবাচক ছিল। ইউনিভার্সিটি অব মিশিগানের করা এক জরিপের ফলাফলে এমন তথ্য উঠে এসেছে। জরিপ বলছে, প্রাথমিক ভোক্তা মনোভাব সূচক জানুয়ারির ৬৪ দশমিক ৯ থেকে বেড়ে ফেব্রুয়ারিতে ৬৬ দশমিক ৪ হয়েছে। ২০২১ সালের জানুয়ারির পরে এবারই সবচেয়ে ভালো ফলাফল পাওয়া গেল। সেবার সূচক ছিল ৬৭ দশমিক ২-এর ঘরে। অর্থনৈতিক তথ্য সরবরাহকারী রেফিনিটিভের পরিসংখ্যানের ভিত্তিতে অর্থনীতিবিদদের ধারণা ছিল, মূল সূচক সামান্য বেড়ে ৬৫ শতাংশে গিয়ে দাঁড়াবে। বিশ্ববিদ্যালয়ের সার্ভেস অব কনজিউমারসের ডিরেক্টর জোয়ান্না সু বলেন, ‘সম্প্রতি মূল্যস্ফীতি কিছুটা কমে আসায় এবং অর্থনৈতিক বেশকিছু বিষয় বিশেষ করে কর্মক্ষেত্র শক্তিশালী হতে থাকায় ভোক্তার মনোভাবে ইতিবাচক পরিবর্তন আসে। সিএনএন বিজনেস।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ