Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম আবাহনী ছাড়লেন কোচ টিটু!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৩০ পিএম

দূর্ভাগ্য যেন পিছু লেগেই আছে দেশের অন্যতম সেরা ফুটবল কোচ সাইফুল বারী টিটুর। দ্বিতীয়বারের মতো চট্টগ্রাম আবাহনী লিমিটেডের প্রধান কোচের দায়িত্ব নিয়ে এবারের ঘরোয়া ফুটবল মৌসুম শুরু করলেও শেষ পর্যন্ত দল ছাড়লেন তিনি। অবশ্য লিখিতভাবে নয়। হঠাৎ করেই নাকি

চট্টগ্রাম আবাহনীর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ ছেড়ে দিয়েছেন টিটু। রোববার এ তথ্য নিশ্চিত করেন ক্লাবের ম্যানেজার ও সাবেক তারকা ফুটবলার আরমান আজিজ। তিনি বলেন,‘গত মঙ্গলবার থেকে দলের অনুশীলনে আসা বন্ধ করে দিয়েছেন টিটু ভাই। আমাদের সামাজিক যোগাযোগের মাধ্যমের গ্রুপ থেকেও বের হয়ে গেছেন তিনি। হঠাৎ করেই কোচ উধাও হয়ে গেছেন। তবে কোন প্রকার লিখিত দেননি ক্লাবকে।’ আরমান আজিজ আরও বলেন,‘ আমাদের ফুটবল কমিটির চেয়ারম্যান তরফদার মো. রুহুল আমিন বর্তমানে দেশে নেই। তিনি ব্যাক্তিগত কাজে দুবাই গেছেন। তাই এখন কিছু বলা যাচ্ছে না। আপাতত সহকারী কোচ মাহবুবুর রহমান জুয়েলের অধীনেই অনুশীলন করছেন ফুটবলাররা।’

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বেহাল দশা চট্টগ্রাম আবাহনীর। ইতোমধ্যে আট ম্যাচ শেষে চারটি করে ড্র ও হারে মাত্র ৪ পয়েন্ট নিয়ে ১১ দলের লিগে দশম স্থানে অর্থাৎ রেলিগেশন জোনে আছে তারা। এছাড়া মৌসুমের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপের কোয়ার্টার ফাইনালেও ব্যর্থ হয়েছিল চট্টলার দলটি। দলের এমন খারাপ সময়ে কোচ হঠাৎ করে উধাও হওয়ায় অনেকটা বিপাকে পড়েছেন চট্টগ্রাম আবাহনীর কর্তারা। লিগের প্রথম রাউন্ড শেষের পথে। অথচ দলের অবস্থান রেলিগেশন জোনে। বিপিএলে টিকে থাকতে হলে দ্বিতীয় রাউন্ডের শুরু থেকেই তাদের ভালো করতে হবে। এ অবস্থায় ফুটবল কমিটির চেয়ারম্যান দেশে না ফেরা পর্যন্ত কিছুই করতে পারছেন না অন্য কর্মকর্তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ