Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফাইনাল নিশ্চিতের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে মাশরাফির সিলেট

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৩৫ পিএম | আপডেট : ৬:৩৮ পিএম, ১২ ফেব্রুয়ারি, ২০২৩

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নবম আসরের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছে সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এ ম্যাচে যে দল জিতবে তারাই নিশ্চিত করবে ফাইনাল। অন্য দল আরও একটি সুযোগ পাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে।

ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা সাড়ে ৬টায়। টুর্নামেন্টের শুরু থেকেই প্রায় পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল সিলেট স্ট্রাইকার্স। আসরের শুরুতে তারা ছিল একরকম ধরাছোঁয়ার বাইরে। মাঝে ৩ ম্যাচে হোঁচট খেলেও, ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টপে থেকেই প্লে-অফে উঠেছে মাশরাফী বিন মোর্ত্তজার দল।

অন্যদিকে সিলেটের মতো উড়ন্ত সূচনা না পেলেও যেভাবে ঘুরে দাঁড়িয়েছে কুমিল্লা, তাতে ভয় পাচ্ছে অন্য দলগুলো। প্রথম তিন ম্যাচ হারের পর ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের নিয়ে হাসিঠাট্টা করেছিল অনেকে। কিন্তু তারাই প্লে-অফে নামার আগে টেবিলের দুইয়ে। দলের শক্তি বাড়াতে আগেই যোগ দিয়েছেন আন্দ্রে রাসেল ও সুনিল নারিনের মতো স্টাররা।

নতুন করে যুক্ত হয়েছেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মঈন আলিও। এমন স্কোয়াড নিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে ভিক্টোরিয়ানরা। অন্যদিকে কুমিল্লার মতো এত সমৃদ্ধ নয় সিলেটের ফরেন কালেকশন। দেশে ফেরা আমির-ইমাদের সার্ভিস মিস করছে মাশরাফীরা। আস্থা রাখতে হচ্ছে বার্ল-গুলবাদিন আর নতুন রিক্রুট দক্ষিণ আফ্রিকান লেফ্ট আর্ম স্পিন অলরাউন্ডার জর্জ লিন্ডলের ওপর। লিগ পর্বের দুই দেখায় একটি করে জয় সিলেট-কুমিল্লার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ