Inqilab Logo

মঙ্গলবার, ২৮ মে ২০২৪, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সময়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ২:২৭ পিএম

তুরস্কে ভূমিকম্পে বিধ্বস্ত অঞ্চলগুলোতে কাজ চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা। যেন সময়ের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে! অলৌকিকভাবে ধ্বংসস্তুপ থেকে তুলে আনছে একের পর এক প্রাণ! কখনো নবজাতক, কখনো বা গর্ভবতী নারীকে উদ্ধার করে নিয়ে আসছে তারা।

হাতাই প্রদেশের আতাকিয়া জেলা থেকে ১৪০ ঘণ্টা পর অলৌকিকভাবে সাত মাসের একটি শিশুকে উদ্ধার করা হয়েছে!

এছাড়া শনিবার একই প্রদেশ থেকে এক গর্ভবতী নারী ও তার ভাইকে উদ্ধার করা হয়।

কাহরামানমারাস প্রদেশের ওনিকিসুবাত জেলায় মোহাম্মদ হাবিব নামে ২৬ বছর বয়সী এক যুবককে ১১তলা ভবনের ধ্বংসস্তুপ থেকে বের করে আনা হয়।

হাতাই‘য়ের আতাকিয়া জেলা থেকে ১৩৮ ঘণ্টা পর ফাতমা ওয়েল নামে একজনকে উদ্ধার করা হয়।

এছাড়া ১৩৩ ঘণ্টা পর বেঁচে ফিরে ১৩ বছরের ইসমা সুলতান।এই ধরনের অনেক উদ্ধারের ঘটনা টিভি’তে সরাসরি দেখানো হয়।

এই পর্যন্ত ভূমিকম্পে তুরস্কে ও সিরিয়ায় নিহতের সংখ্যা ৩০ হাজারের কাছাকাছি। জাতিসঙ্ঘ আশঙ্কা করছে, নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যাবে। সূত্র : আনাদোলু অ্যাজেন্সি

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ