Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এগিয়ে গিয়েও লেস্টারে বিধস্ত কেইনের টটেনহ্যাম

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ১:৩৫ এএম
দারুণ শুরুর পর খেই হারাল টটেনহ্যাম।অন্যদিকে প্রথমেই গোল  হজম করা লেস্টার সিটি দারুণ সব আক্রমণে আদায় করে নিতে লাগল একের পর এক গোল।শেষ পর্যন্ত ঘরের মাঠে ৪-১ গোলে টটেনহ্যামকে উড়িয়ে দেয় লেস্টার।
 
তবে প্রিমিয়ার লীগের শনিবারের ম্যাচটিতে এমন ফলাফলের অনুমান শুরুতে করা ছিল কঠিন। ম্যাচের ১৪ মিনিটে রদ্রিগো বেন্টাকুরের গোলে লিড নেয় স্পার্সরা।তবে ম্যাচের তাদের মধুর স্মৃতি বলতে ওইটুকুই।গোল হজমের পর আক্রমণে যায় লেস্টার। ২৩তম মিনিটে নেম্পিস মেন্ডির গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।এর দুই
মিনিট পর ম্যাডিসনের গোলে নেয় লিড।প্রথামর্ধের শেষে ও ৮১ তম মিনিটে আরও দুইবার স্পার্সদের জালে বল  লেস্টার খেলোয়াড়েরা বল পাঠালে ব্যবধান দাঁড়ায় ৪-১ এ।
 
টটেনহ্যামের অপ্রত্যাশিত এই হারের ম্যাচে পুরোপুরি নিষ্প্রভ ছিলেন দলের ক্যাপ্টেন ও মূল তারকা স্ট্রাইকার হ্যারি কেইন। বুড়ো মেয়েদের মাত্র একবার প্রতিপক্ষের গোলপোস্টে শট নিতে পেরেছেন তিনি।
 
এই হারের পর ২৩ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকা পঞ্চম অবস্থানে আছে টটেনহ্যাম।২২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লেস্টার আছে ১৩ নম্বরে।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ