Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিল্লির শাসন মঙ্গলময় বলে মনে করি না : অমর্ত্য সেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

‘দিল্লিতে যে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক শাসন চলছে, সেটাকে কি আমি ভারতবর্ষের প্রতি মঙ্গলময় বলে মনে করি? আমি মনে করি না’। জমি বিতর্কে বিস্ফোরক অমর্ত্য সেন। বললেন, ‘লোকে আমার পাশে দাঁড়াবে, অপমানিত হবে, মারধর খাবে। এটা আমার অভ্যাস হয়ে গিয়েছে’।

ব্যবধান দিন তিনেকের। বিশ্বভারতীর চিঠি পাওয়ার পর এবার জমি মিউটেশন করার আবেদন জানালেন অমর্ত্য সেন। আগামী ২০ ফেব্রæয়ারি বোলপুর বিএলআরও অফিসে মিউটেশনের জন্য হেয়ারিং হবে। সূত্রের খবর তেমনই।

এদিন জি ২৪ ঘণ্টাকে নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেন, ‘যে বিশ্বভারতীকে আমি চিনি, সেই বিশ্বভারতী আর নেই। যে জায়গায় বিশ্বভারতী ছিল, সেই জায়গায় ফিরতে পারে? আশা করব, পারবে। সত্যি আপনার আস্থা আছে সেরকম জায়গায় ফিরে আসবে? সেরকম আস্থা আমার নেই। তবে হলে নিশ্চিতভাবে ভালো হত’। অমর্ত্য সেনের মতে, ‘যিনি ভিসি হিসেবে নিজের ছাত্রদের বিশ্ববিদ্যালয় থেকে খেদিয়ে দেন, তিনি কী কারণে কী করেন, সেটা সাধারণ লোকের বোঝা ততটা সহজ নয়’। তার আরো বক্তব্য, ‘তার স্বভাব বদলানো, ছেলে বয়স থেকে তিনি যা শিখেছেন, সেটা বদলে অন্যভাবে ব্যবহার করা। সেটা আমি করতে পারব বলে মনে করার মতো সাহস আমার নেই। ফলে বিশ্বভারতীর উপাচার্য যে আচরণ করছেন, তাতে আমার কাছে চমকে যাওয়ার মতো কিছু নেই। তিনি নিজে চমকে যান কিনা, আমি জানতে পারি না’। সূত্র : জি নিউজ।



 

Show all comments
  • Nani Singh ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:০৬ এএম says : 0
    অমর্ত্য সেন এর অর্থনীতির জ্ঞান ভারতের কোন কাজে আসছে না। সম্ভবত উনি কোন আন্তর্জাতিক চক্র এর জন্য কাজ করার উৎকোচ হিসেবে কিছু উপাধি পেয়েছেন অগ্রিম হিসেবে। ভারতের বিজ্ঞ মহল এজন্য তাকে এড়িয়ে চলতে দেখা যাচ্ছে। জমি জবরদখল এর বিষয়টা উনার চরিত্রের কালো রূপটি প্রকাশ পেয়েছে।
    Total Reply(0) Reply
  • Nani Singh ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:০৭ এএম says : 0
    অমর্ত্য সেন এর অর্থনীতির জ্ঞান ভারতের কোন কাজে আসছে না। সম্ভবত উনি কোন আন্তর্জাতিক চক্র এর জন্য কাজ করার উৎকোচ হিসেবে কিছু উপাধি পেয়েছেন অগ্রিম হিসেবে। ভারতের বিজ্ঞ মহল এজন্য তাকে এড়িয়ে চলতে দেখা যাচ্ছে। জমি জবরদখল এর বিষয়টা উনার চরিত্রের কালো রূপটি প্রকাশ পেয়েছে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ