নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশ দলের সহকারী কোচের সংক্ষিপ্ত তালিকায় ছিল শ্রীধরন শ্রীরামের নাম। কদিন আগেই বোর্ড সভাপতি নাজমুল হাসান এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন। তবে গতকাল বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসের বক্তব্য, সহকারী কোচ হিসেবে এই ভারতীয়কে পাওয়ার সম্ভাবনা কমই। এদিন এই প্রভাবশালী পরিচালক তার বনানীর কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘শ্রীরামকে পাওয়ার সুযোগ কম। কারণ, সে অ্যাভেইলেবল নয়। মূলত সে বিসিবির টার্মে (শর্তে) আগ্রহী নয়।’ যিনি সহকারী কোচ হবেন, তিনি ব্যাটিং-নির্ভর হবেন বলে আভাস দিয়েছেন জালাল ইউনুস। কিন্তু সহকারী কোচের নিয়োগ ইংল্যান্ড সিরিজের আগে হচ্ছে না। সেটি জানিয়ে জালাল ইউনুস বলেন, ‘সহকারী কোচ ব্যাটিং-নির্ভরই হবে। তবে ইংল্যান্ড সিরিজের আগে সহকারী কোচ পাওয়ার সম্ভাবনা কম।’
ওদিকে শ্রীরাম না ফিরলেও টিম ডিরেক্টর হিসেবে খালেদ মাহমুদ জাতীয় দলে ফিরছেন বলে জানিয়েছেন জালাল ইউনুস। ঘরের মাঠে সর্বশেষ ভারত সিরিজে দলের সঙ্গে ছিলেন না মাহমুদ। ইংল্যান্ড সিরিজ থেকে টিম ডিরেক্টর পদে দেখা যাবে তাঁকে। এর মধ্যেই প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে ইংল্যান্ড সিরিজ নিয়ে তিনি পরিকল্পনা শুরু করে দিয়েছেন। ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘ইংল্যান্ড সিরিজের আগে আনুষ্ঠানিক কোনো ক্যাম্প থাকবে না। ২৪ অথবা ২৫ তারিখ একটা প্রস্তুতি ম্যাচ খেলবে। সিরিজের জন্য দল ঘোষণা করা হবে দুই-এক দিনের মধ্যেই।’
ইংল্যান্ড সিরিজ শেষ হতে না হতেই বাংলাদেশ ঘরের মাঠে তিন সংস্করণে খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। সে সিরিজ শেষ হলে ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজ আবার আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ। এ ছাড়া আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনায় (এফটিপি) তিনটি ওয়ানডের সঙ্গে তিনটি টি-টোয়েন্টিও খেলার কথা দুই দলের। তবে টি-টোয়েন্টি সিরিজটি হবে কি না, সেটা নিয়ে শঙ্কা আছে। জালাল ইউনুস জানিয়েছেন, ‘আয়ারল্যান্ড ভেন্যু ঠিক করতে পারেনি। তাই টি-টোয়েন্টি সিরিজটা না-ও হতে পারে। তবে ইংল্যান্ডে তিনটি ওয়ানডে হবে, এটা কনফার্ম।’ এ বছরের জুনে বাংলাদেশ ‘এ’ দলও খেলায় ফিরবে। সে সময় বাংলাদেশ সফর করার কথা ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের। সেখানে কোচ হিসেবে স্থানীয়দের রাখতে চাচ্ছে বিসিবি, ‘রাজিন সালেহ ও আফতাবকে নিয়ে আমরা খুশি। তারা “এ” দলে কাজ করুক। জাতীয় দলের সহকারী কোচ হিসেবে স্থানীয়দের সম্ভাবনা কম। এখনো তাদের অনেক উন্নতির ব্যাপার আছে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।